ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট দীর্ঘ ৯ মাস অনুপস্থিত, প্রকৌশলীকে খুঁজতে থানায় জিডি সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান ঢাকা-বরিশাল মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় নিহত ৩ বরগুনা‍য় নারী কর্মীদের ধাওয়া, প্রতিবাদ করায় জামায়াত নেতার ওপর হামলা ১ কোটি লিটার সয়াবিন, ৪০ হাজার টন ইউরিয়া কিনবে সরকার নলছিটিতে প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবিতে বিক্ষোভ মঠবাড়িয়ায় অবৈধ ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা বোরহানউদ্দিনে মুক্তিপণের বিনিময়ে জিম্মি দশা থেকে মুক্তি পেলেন ৪ জেলে  আওয়ামী সরকারের আমলে যেসব কর্মকাণ্ড নির্বাচন ব্যবস্থা কলুষিত করে
  • রোড ট্রিপে যাচ্ছেন ক্যাটরিনা, আলিয়া ও প্রিয়াঙ্কা

    রোড ট্রিপে যাচ্ছেন ক্যাটরিনা, আলিয়া ও প্রিয়াঙ্কা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউডের ছবিতে একাধিক অভিনেতাদের বন্ধুত্ব নিয়ে সিনেমা বহু হয়েছে। তবে অভিনেত্রীদের নিয়ে তেমনটা দেখা যায়নি। সেই অভাব আপাতত মিটিয়ে দিতে চলেছেন পরিচালক ফারহান আখতার। মঙ্গলবার ১০ আগস্ট তার পরবর্তী ছবির কথা ঘোষণা করলেন ফারহান। ছবির নাম ‘জি লে জারা’। ছবির সবচেয়ে রোমাঞ্চকর বিষয় হল বলিউডের তিন শীর্ষ অভিনেত্রীকে এক সঙ্গে দেখা যাবে ফ্রেমে।

    একটি রোড ট্রিপের গল্প বলা হবে সেখানে। ফলে ক্যাটরিনা, আলিয়া ও প্রিয়াঙ্কাকে অন-স্ক্রিন যেতে হবে ভ্রমণে। অতীতের সেই ছবি দুটি ‘দিল চাহতা হ্যায়’ ও ‘জিন্দেগি না মিলেগি দোবারা’। দুটি ছবির গল্পই বন্ধুত্ব নির্ভর। প্রথমটিতে তিনজন পুরুষ চরিত্র। পরের ছবিতেও তাই। ‘দিল চাহতা হ্যায়’ তে পরিচালনার দায়িত্বে ছিলেন ফারহান আখতার। ফারহানের বোন জয়া আখতার পরিচালনা করেছিলেন ‘জিন্দেগি না মিলেগি দোবারা’। বেশকিছু বছর পর ফারহান ফের পরিচালনায় ফিরছেন। এবং সেই ছবিটিও বন্ধুত্ব কেন্দ্রিক। কিন্তু এবার আর পুরুষ চরিত্র নয়। প্রিয়াঙ্কা, আলিয়া ও ক্যাটরিনা রয়েছেন সেই তিন বান্ধবীর চরিত্রে।

    পরিচালকের কথায় ‘দিল চাহতা হ্যায়’ ছবির কুড়ি বছর পূর্তির দিনই নতুন ছবি ঘোষণার জন্য সবচেয়ে ভালো। ‘ডন- ২’ ছবির পর আবার ‘জি লে জারা' ছবির পরিচালনায় দেখা যাবে ফারহান আখতারকে।

    ছবির জন্য স্বাভাবিকভাবেই উৎসাহিত প্রিয়ঙ্কা, ক্যাটরিনা, আলিয়া। প্রত্যেকেই নিজেদের সোশ্যাল হ্যান্ডলে ছবির টিজার শেয়ার করেছেন। টিজারে ব্যবহার করা হয়েছে ‘দিল চাহতা হ্যায়' ও ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবির কিছু দৃশ্য। শুভেচ্ছা ও উৎসাহ জানিয়ে টিজার শেয়ার করেছেন জয়া আখতারও। ছবির শ্যুটিং শুরু হচ্ছে ২০২২ সালে। সিনেমার গল্প লিখেছেন ফারহান আখতার, জয়া আখতার ও রিমা কাগতি। আশা করা যাচ্ছে ২০২৩ সালে মুক্তি পেতে পারে ছবিটি। পোস্ট হওয়ার মাত্র করেক ঘণ্টার মধ্যেই লক্ষ ছাড়িয়েছে টিজারের ভিউ, দর্শকদের শুভেচ্ছাবার্তায় ভরছে কমেন্ট বক্স।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ