ঢাকা সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক প্রেমিকের সঙ্গে অভিমান করে নদীতে ঝাঁপ বিএম কলেজ শিক্ষার্থীর জাপা নেতাদের প্রার্থিতা বাতিলের দাবি, জুলাই ঐক্যের কর্মসূচি ঘোষণা ইরানে নিস্তেজ হয়ে পড়ছে বিক্ষোভ, সরকারের পক্ষে বিশাল সমাবেশ গৌরনদীতে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে কিশোরীর মরদেহ উদ্ধার আগৈলঝাড়ায় সরকারী অফিসের প্রবেশ পথে চেয়ার-টেবিল ও রশি টানিয়ে অফিস করছেন কর্মকর্তা  মঠবাড়িয়ায় স্বেচ্ছাশ্রমে ৭৫ ফুট দীর্ঘ ব্রিজ নির্মাণ দণ্ডিত ২৫ বাংলাদেশিকে ক্ষমা করলেন আমিরাতের প্রেসিডেন্ট বিক্ষোভে উত্তাল ইরান, নিহত অন্তত ১৯২ বাউফলে দুই বান্ধবীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের মা গ্রেফতার
  • ডেঙ্গুর চিকিৎসা নিতে এসে হাসপাতালের সিঁড়িতে নারীর মৃত্যু

    ডেঙ্গুর চিকিৎসা নিতে এসে হাসপাতালের সিঁড়িতে নারীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার চরফ্যাশনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাজেরা বেগম (৩৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ৮টায় চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে তিনি মারা যান। ভোলা জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রথম নারী মৃত্যুর ঘটনা এটি। মৃত হাজেরা বেগমের বাড়ি চরফ্যাশন উপজেলার দুলারহাট থানাধীন নীলকমল ইউনিয়নে। 

    নিহতের ভাই লোকমান জানান, গত ৩০ জুলাই শরীরে জ্বর নিয়ে চরফ্যাশনে পরীক্ষা-নিরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। তিনি ডাক্তার দেখিয়ে  প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে চলে যান। বুধবার হঠাৎ তার শরীর অস্বাভাবিক ফুলে যাওয়ায় রাতে তার স্বজনরা চরফ্যাশন হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের সিঁড়ি দিয়ে উপরে উঠার সময়ে খিচুনি হয়ে তিনি সেখানেই মারা যান।

    চরফ্যাশন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শোভন বসাক বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসার আগেই ওই নারী মারা গেছেন। আগে কোনো হাসপাতালে তার ডেঙ্গু পরীক্ষা হয়েছে কিনা তা জানি না। এ পর্যন্ত চরফ্যাশনে ১৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।

    ভোলার সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান বলেন, ভোলায় দ্রুত ডেঙ্গু রোগী বাড়ছে। এজন্য মানুষকে আরও বেশি সচেতন হতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি মানুষের ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্নসহ জমানো পানি ফেলে জায়গা পরিষ্কার রাখতে হবে। যাতে করে ডেঙ্গু বিস্তার করতে না পারে। প্রয়োজনে রাতে ঘুমের সময় মশারি টাঙিয়ে ঘুমাতে হবে। জেলায় ডেঙ্গুর বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি।

    উল্লেখ্য, এর আগে গত ২১ জুলাই বুধবার ভোলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজিব নামের এক যুবকের প্রথম মৃত্যু হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ