ঢাকা সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক প্রেমিকের সঙ্গে অভিমান করে নদীতে ঝাঁপ বিএম কলেজ শিক্ষার্থীর জাপা নেতাদের প্রার্থিতা বাতিলের দাবি, জুলাই ঐক্যের কর্মসূচি ঘোষণা ইরানে নিস্তেজ হয়ে পড়ছে বিক্ষোভ, সরকারের পক্ষে বিশাল সমাবেশ গৌরনদীতে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে কিশোরীর মরদেহ উদ্ধার আগৈলঝাড়ায় সরকারী অফিসের প্রবেশ পথে চেয়ার-টেবিল ও রশি টানিয়ে অফিস করছেন কর্মকর্তা  মঠবাড়িয়ায় স্বেচ্ছাশ্রমে ৭৫ ফুট দীর্ঘ ব্রিজ নির্মাণ দণ্ডিত ২৫ বাংলাদেশিকে ক্ষমা করলেন আমিরাতের প্রেসিডেন্ট বিক্ষোভে উত্তাল ইরান, নিহত অন্তত ১৯২ বাউফলে দুই বান্ধবীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের মা গ্রেফতার
  • মঠবাড়িয়ায় স্বেচ্ছাশ্রমে ৭৫ ফুট দীর্ঘ ব্রিজ নির্মাণ

    মঠবাড়িয়ায় স্বেচ্ছাশ্রমে ৭৫ ফুট দীর্ঘ ব্রিজ নির্মাণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধনীসাফা ও মিরুখালী ইউনিয়নে আলগীপাতা কাটা বাজার সংলগ্ন ব্রিজটি বেহালদশা থাকার কারণে এ আর মামুন খানের নিজ অর্থায়নে ৭৫ ফুট দীর্ঘ একটি  কাঠের ব্রিজ নির্মাণ করেছেন। এতে ২ ইউনিয়নে ৭ গ্রামের অন্তত ৮-১০  হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয়েছে। তাছাড়া নাগ্রাভাঙ্গা মাদ্রাসা সংলগ্ন ২৫ ফুট লম্বা একটি ব্রিজ নির্মাণ করেন।

     সোমবার (১২ জানুয়ারি) ব্রিজ ২টি উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক এআর মামুন খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক ওহিদুজ্জামান মিল্টন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব তাহসিন জামাল রুমেল, জেলা ছাত্রদলের সবেক সহ-সভাপতি ইমরান হোসেন মনি, ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।

    প্রায় ৬ বছর আগে প্রাকৃতিক দুর্যোগে ব্রিজটির পাটাতন ক্ষতিগ্রস্ত হয় আলগী পতাকাটা ও ফুলজুড়ি সংযোগ ব্রিজ।অনেক বছর গেলেও কোন জনপ্রতিনিধি ব্রিজ উন্নয়নে কাজ করেনি। এর পর থেকে বিভিন্ন সময়ে পাটাতনের রড ও সিমেন্টের তৈরি স্ল্যাবগুলো ভেঙে যেতে থাকে। স্থানীয়রা কাঠের তক্তা দিয়ে চলাচল করলেও সেগুলো নষ্ট হয়ে যায়। ভেঙে যাওয়ায় সুপারি গাছ বিমের ওপর দিয়ে পায়ে হেটেই পার হতো এখানকার মানুষ। 

    দীর্ঘদিন মেরামত না হওয়ায় এভাবেই লোকজন চলাচল করে আসছে। আলগীপতাকাটা বাজারের সাথে একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি প্রাইমারি বিদ্যালয়, একটি মাদ্রাসার শিক্ষার্থীরা  ঝুঁকি নিয়ে ব্রিজ পারাপার হত। এছাড়া নাগ্রাভাংগা দাখিল মাদ্রাসার পিছনের বাদুরা খালের উপরে কাঠের ব্রিজের অবস্থা খুবই খারাপ মানুষ চলাচলের জন্য খুবই ঝুঁকিপূর্ণ ছিলো বিষয়টি নজরে আসলে এ আর মামুন খানের নিজ অর্থায়নে  ইউনিয়নের যুবদল নেতাকর্মীদের নিয়ে ব্রিজ ২টির করে দেন।


    স্থানীয় বাসিন্দারা জানান,সেতু না থাকায় আমাদের চরম কষ্ট পোহাতে হতো। আগে গ্রামের মানুষ নিজেরা চাঁদা তুলে অস্থায়ী বাঁশের সাঁকো বানাতো। এবার যুবদলের নেতারা নিজেদের টাকায় মজবুত করে চলাচলের জন্য তৈরি করে দিয়েছেন। চলার পথ হওয়ায় গ্রামবাসীর অনেক সুবিধা হয়েছে। এখন রিকশা-সাইকেল ও চলাচল করতে পারবে। রাজনৈতিক নেতাকর্মী হিসেবে এমন কল্যাণমূলক কাজ করা সত্যিই প্রশংসনীয়। 


    কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক, কেন্দ্রীয় যুবদল এ আর মামুন খান, যুবদল সবসময় জনগণের পাশে থাকে। উন্নয়ন মানে শুধু সরকারের কাজ নয়, মানুষের সেবায় এগিয়ে আসাও দেশপ্রেমের অংশ। আমরা চাই মানুষের সেবা করতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রিজ দুটির ছবি দেখে  সিদ্ধান্তনি মানুষের জনদুর্ভোগ লাঘব। তাই নিজে উদ্যোগে ব্রিজ দুটি করে দিয়েছি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ