গৌরনদীতে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

বরিশালের গৌরনদীতে নাদিরা আক্তার (১৭) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ৯টার দিকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
ময়না তদন্তের জন্য নাদিরার মরদেহ সোমবার সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নাদিয়া বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিযনের চরআলগি গ্রামের মো. মন্টু মিয়ার মেয়ে।
এ ব্যাপারে নিহত নাদিরার বাবা মন্টু মিয়া বাদী হয়ে গৌরনদী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে।
বিষয়টি মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার এসআই মো. আলাউদ্দিন নিশ্চিত করেছেন। তিনি জানান, পারিপারিক কলহের জের ধরে নাদিরা কীটনাশক পানে আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যরা দাবি করছেন। ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর বিষয়ে কিছু বলা সম্ভব নয়।
এইচকেআর