ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • আওয়ামী সরকারের আমলে যেসব কর্মকাণ্ড নির্বাচন ব্যবস্থা কলুষিত করে ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক প্রেমিকের সঙ্গে অভিমান করে নদীতে ঝাঁপ বিএম কলেজ শিক্ষার্থীর জাপা নেতাদের প্রার্থিতা বাতিলের দাবি, জুলাই ঐক্যের কর্মসূচি ঘোষণা ইরানে নিস্তেজ হয়ে পড়ছে বিক্ষোভ, সরকারের পক্ষে বিশাল সমাবেশ গৌরনদীতে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে কিশোরীর মরদেহ উদ্ধার আগৈলঝাড়ায় সরকারী অফিসের প্রবেশ পথে চেয়ার-টেবিল ও রশি টানিয়ে অফিস করছেন কর্মকর্তা  মঠবাড়িয়ায় স্বেচ্ছাশ্রমে ৭৫ ফুট দীর্ঘ ব্রিজ নির্মাণ দণ্ডিত ২৫ বাংলাদেশিকে ক্ষমা করলেন আমিরাতের প্রেসিডেন্ট বিক্ষোভে উত্তাল ইরান, নিহত অন্তত ১৯২
  • তাসকিনের পর এলপিএলে খেলার প্রস্তাব পেলেন শরিফুল-হৃদয়

    তাসকিনের পর এলপিএলে খেলার প্রস্তাব পেলেন শরিফুল-হৃদয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগেই জানা গিয়েছিল লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার প্রস্তাব পেয়েছেন তাসকিন আহমেদ। এবার তালিকায় যুক্ত হলো আরও দুই নাম- শরিফুল ইসলাম ও তাওহিদ হৃদয়।

    তাসকিনকে প্রস্তাব দিয়েছে ডাম্বুলা অরা। অন্যদিকে হৃদয়কে জাফনা কিংস এবং শরিফুলকে প্রস্তাব দিয়েছে কলম্বো স্ট্রাইকার্স। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাড়পত্রের অপেক্ষায় আছেন তারা।

    বাংলাদেশের অন্য দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মোহাম্মদ মিঠুনকে আরও আগেই দলে ভিড়িয়েছে এলপিএলের দল গল টাইটান্স। দুজনেই এবারের আসরে খেলবেন।

    বর্তমানে কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলছেন সাকিব। সেখানে দুর্দান্ত ফর্মেও আছেন বাংলাদেশে টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক।
    অপরাদিকে তাসকিন খেলছেন জিম আফ্রো টি-টোয়েন্টি লিগে। বুলাওয়ে ব্রেভসের হয়ে খেলা এই ডানহাতি পেসার ৩ ম্যাচে ৫ উইকেট নিয়ে এ পর্যন্ত টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি।

    তাসকিন এ বছরের শুরুর দিকে কাউন্টি দল ইয়ার্কশায়ারের জার্সিতে খেলার সুযোগ পেয়েছিলেন। কিন্তু জাতীয় দলের খেলা থাকায় এনওসি (অনাপত্তিপত্র) পাননি তিনি।

    এছাড়া ডাক পেয়েছিলেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও আইপিএল থেকেও। কিন্তু জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে আইপিএলে লখনউ সুপার জায়ান্টস এবং পিএসএলে মুলতান সুলতানসের প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।

    অন্যদিকে হৃদয় ও শরিফুলের জন্য জন্য এলপিএলে খেলার ডাক এলো এই প্রথমবার। ২২ বছর বয়সী ব্যাটার হৃদয় এখন পর্যন্ত ৫৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, যেখানে তাঁর রান ১ হাজার ২৮২, গড় ২৯.১৩ এবং স্ট্রাইক রেট ১২২.৪৪। তবে ৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার স্ট্রাইক রেট ১৩৫.৬৬। আফগানিস্তানের বিপক্ষে গত ১৪ জুলাই তার ৩২ বলে অপরাজিত ৪৭ রানের ইনিংসটি এখন পর্যন্ত তার ক্যারিয়ার সর্বোচ্চ।
     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ