ঢাকা বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট দীর্ঘ ৯ মাস অনুপস্থিত, প্রকৌশলীকে খুঁজতে থানায় জিডি সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান ঢাকা-বরিশাল মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় নিহত ৩ বরগুনা‍য় নারী কর্মীদের ধাওয়া, প্রতিবাদ করায় জামায়াত নেতার ওপর হামলা ১ কোটি লিটার সয়াবিন, ৪০ হাজার টন ইউরিয়া কিনবে সরকার নলছিটিতে প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবিতে বিক্ষোভ মঠবাড়িয়ায় অবৈধ ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা বোরহানউদ্দিনে মুক্তিপণের বিনিময়ে জিম্মি দশা থেকে মুক্তি পেলেন ৪ জেলে  আওয়ামী সরকারের আমলে যেসব কর্মকাণ্ড নির্বাচন ব্যবস্থা কলুষিত করে
  • বেসিক ব্যাংকের আরও এক ঋণখেলাপি গ্রেফতার

    বেসিক ব্যাংকের আরও এক ঋণখেলাপি গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খেলাপিদের কাছ থেকে ঋণ আদায়ে কঠোর পদক্ষেপ নিচ্ছে রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড। এরই ধারাবাহিকতায় ব্যাংকের উত্তরা শাখার খেলাপি গ্রাহক মেসার্স স্পেল ম্যাক্রোসফট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার ইমরুল হাসান আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (৮ জুন) তাকে গ্রেফতার করা হয়।

    বেসিক ব্যাংক সূত্রে জানা গেছে, খেলাপি প্রতিষ্ঠান স্পেল ম্যাক্রোসফটের কাছে ৮৮ লাখ ৪৬ হাজার টাকা দীর্ঘদিন ধরে অনাদায়ি রয়েছে। ব্যাংকের শাখা থেকে ঋণ আদায়ে বারবার যোগাযোগ করেও গ্রাহকের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে ব্যাংক কর্তৃপক্ষ ঋণ আদায়ে প্রতিষ্ঠানটির পরিচালকদের বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা (নম্বর ২৮৪/২০২২) করে।


    আদালত মামলার নথি পর্যালোচনা করে দায়ীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর গুলশান থানা পুলিশ মামলার দুই নম্বর আসামি খন্দকার ইমরুল হাসানকে গ্রেফতার করে। পরে আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

    এর আগে বেসিক ব্যাংকের বেশকিছু খেলাপি গ্রাহক গ্রেফতার হন। কারওয়ানবাজার শাখার খেলাপি গ্রাহক মেসার্স ওরিয়েন্ট ট্রেডিং করপোরেশনের মালিক এম এ মতিনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। এছাড়া ব্যাংকের চট্টগ্রামের জুবিলি রোড শাখার ৬৯ কোটি ৫৫ লাখ টাকার খেলাপি ঋণ মামলায় এম আর এফ ট্রেড হাউজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদ মুরাদ ইব্রাহিমের পাসপোর্ট জব্দসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম কামাল উদ্দিন চৌধুরী ও পরিচালক কানিজ ফারজানা রাশেদকে পাসপোর্টের কপিসহ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন চট্টগ্রামের অর্থঋণ আদালত।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ