ঢাকা বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট দীর্ঘ ৯ মাস অনুপস্থিত, প্রকৌশলীকে খুঁজতে থানায় জিডি সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান ঢাকা-বরিশাল মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় নিহত ৩ বরগুনা‍য় নারী কর্মীদের ধাওয়া, প্রতিবাদ করায় জামায়াত নেতার ওপর হামলা ১ কোটি লিটার সয়াবিন, ৪০ হাজার টন ইউরিয়া কিনবে সরকার নলছিটিতে প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবিতে বিক্ষোভ মঠবাড়িয়ায় অবৈধ ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা বোরহানউদ্দিনে মুক্তিপণের বিনিময়ে জিম্মি দশা থেকে মুক্তি পেলেন ৪ জেলে  আওয়ামী সরকারের আমলে যেসব কর্মকাণ্ড নির্বাচন ব্যবস্থা কলুষিত করে
  • চিনির আমদানি পর্যাপ্ত, সরবরাহে ঘাটতি নেই: বাংলাদেশ ব্যাংক

    চিনির আমদানি পর্যাপ্ত, সরবরাহে ঘাটতি নেই: বাংলাদেশ ব্যাংক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলতি বছরের এ পর্যন্ত ১৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন চিনি আমদানি হয়েছে। আমদানির অপেক্ষায় রয়েছে আরও এক লাখ টন। গতবছর যেখানে ১৭ লাখ টন চিনি আমদানি হয়েছিল। ফলে চিনির সরবরাহে কোনো ঘাটতি নেই। একটু তদারকি করলে চিনির বাজার স্বাভাবিক হবে। আজ রোববার এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

    জানা গেছে, বাংলাদেশ ব্যাংক কয়েকটি ব্যাংকের এলসির তথ্য এবং বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলে জানতে পেরেছে মার্কিন ডলারের বর্তমান মূল্য বিবেচনায় প্রতি কেজি চিনি আমদানিতে খরচ হচ্ছে ৬৭ টাকার কম। অথচ তা বিক্রি করা হচ্ছে ১১০ টাকা পর্যন্ত দরে। আবার কৃত্রিম সঙ্কট তৈরি করা হচ্ছে। এরকম পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক বিবৃতি দিয়েছে। বাজারে কোনো পণ্যের সঙ্কট দেখা দিলে কেন্দ্রীয় ব্যাংক নীতি সহায়তা দিলেও এভাবে বিবৃতি দিতে দেখা যায় না।

    বাংলাদেশ ব্যাংকের বিবৃতিতে বলা হয়েছে, ‘গত বছরের তুলনায় চলতি বছরে চিনি সরবরাহে কোনো ঘাটতি নেই। অচিরেই আরও এক লাখ টন চিনি আমদানি করা হচ্ছে। একটু তদারকি করলে চিনির বাজার স্বাভাবিক হবে বলে আমরা আশাবাদী।’

    জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম আজাদ বলেন, ‘গত বছরের তুলনায় এবার চিনির আমদানি বেশি রয়েছে। সরবরাহে কোনো ঘাটতি নেই। ফলে একটু তদারকি করলেই চিনির বাজার স্বাভাবিক হবে বলে আমরা আশা করি।’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ