ঢাকা শনিবার, ২৮ জুন ২০২৫

Motobad news

নলছিটিতে রাতের আঁধারে নতুন রাস্তা কেটে ফেলেছে দুর্বৃত্তরা

নলছিটিতে রাতের আঁধারে নতুন রাস্তা কেটে ফেলেছে দুর্বৃত্তরা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঝালকাঠির নলছিটিতে সরকারি ইটসলিংয়ের নতুন রাস্তা মাঝখান থেকে রাতের আ‍ঁধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার দক্ষিণ ডেবরা সাইক্লোন সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে। ফলে যাতায়াতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। 

স্থানীয়রা অভিযোগ করেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের দক্ষিণ ডেবরা সাইক্লোন সেন্টার থেকে আকন বাড়ি পর্যন্ত আধা কিলোমিটার মাটির রাস্তাটি সম্প্রতি এখ লাখ টাকা ব্যয়ে ইটসোলিং করা হয়। নতুন রাস্তা হওয়ায় শত শত মানুষের দুর্ভোগ কমে যায়। 

রাস্তাটি শত্রু তাবশত রাতের আঁধারে দুর্বৃত্তরা মাঝখান থেকে কেটে ইট নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন যাতায়াতকারীরা। এ ঘটনায় সন্দেহভাজন ১২ জনের নামে নলছিটি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন প্রকল্পের সভাপতি স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন। 
 
ইউপি সদস্য কামাল হোসেন বলেন, ৫০ বছর ধরে মাটির রাস্তাটি ব্যবহার করছেন স্থানীয় বাসিন্দারা। হঠাৎ করে জুলফিকার খান নামে এক ব্যক্তি রাস্তার ভেতরে তাদের জমি রয়েছে বলে দাবি করেছিলেন। তাঁর নেতৃত্বে রাতের আঁধারে রাস্তাটি কাটা হতে পারে বলে সন্দেহ করছেন এলাকাবাসী।

দক্ষিণ ডেবরা গ্রামের জুলফিকার খান বলেন, কে বা কারা রাস্তা কেটেছে, তা আমার জানা নেই। তবে রাস্তায় আমাদের জমি আছে। আমাদের জমির মধ্য দিয়ে রাস্তা করা ঠিক হয়নি।

এ ব্যাপারে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, এলাকাবাসীর একটি লিখিত অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রাস্তা কেটে ফেলার সত্যতা পাওয়া গেছে। যারাই এ কাজে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন