পটুয়াখালীতে অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক বন্ধে স্বাস্থ্য বিভাগের অভিযান


সারাদেশের মতো পটুয়াখালীতেও অনিবন্ধিত বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করতে অভিযান পরিচালনা করছে জেলা স্বাস্থ্য বিভাগ।
রবিবার দুপুর থেকে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে। এসময় পটুয়াখালী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন কুমার বালা, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মহিউদ্দিন আল মাসুদসহ পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
পটুয়াখালী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন কুমার বালা জানান, পাঁচটি বেসরকারি ক্লিনিকে কোন কাগজপত্র নাই এমন সংবাদের ভিত্তিতে এই তিনটি ডায়াগনস্টিক সেন্টারের অস্তিত্ব পাওয়ার পর বন্ধ করে দেয়া হয়েছে। আর বাকি দুটি ডায়াগনস্টিক সেন্টারের অস্তিত্ব পাওয়া যায়নি। এ অভিযান অব্যাহত থাকবে।
সিভিল সার্জন ডাক্তার এসএম কবির হাসান বলেন, জেলায় ১২৫ টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এর মধ্যে ১৫টি প্রতিষ্ঠান অনিবন্ধিত। এগুলো বন্ধে অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে সফল করতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ, জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন কাজ করছে।
এইচকেআর
