২৪ ঘণ্টায়ও সন্ধান মেলেনি পর্যটকের


২৪ ঘণ্টায়ও সন্ধান পাওয়া যায়নি পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক ফিরোজ শিকদারের। শনিবার সকাল ৯টা থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে কলাপাড়া ফায়ার সার্ভিসের ডুবুরিদল। এ ছাড়াও নিখোঁজ পর্যটকের আত্মীয়-স্বজন, ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ কুয়াকাটা সৈকতের তীরবর্তী এলাকায় অভিযান চালাচ্ছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় সৈকতে গোসলে নেমে নিখোঁজ হন ফিরোজ শিকদার (২৬)।
তিনি গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের মিলন শিকদারের ছেলে। আমখোলা বাজারে 'ভাই ভাই গার্মেন্টস' নামে কাপড়ের ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে তার।
নিখোঁজ পর্যটকের শাশুড়ি খাদিজা বেগম বলেন, 'আমার জামাই বৃহস্পতিবার বিকেলে কুয়াকাটায় ঘুরতে এসেছে। শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয়। সংবাদ পেয়ে তাকে খুঁজতে গতকাল বিকেলে আমরা কুয়াকাটা এসেছি। এখন আমরা শুধু তার লাশের আশায় আছি। '
ফিরোজের সঙ্গে সৈকতে সাঁতার কাটতে নামা বন্ধু মো. মেহেদী হাসান জানান, আমখোলা থেকে বৃহস্পতিবার বিকেলে ফিরোজসহ সাতজন কুয়াকাটায় ঘুরতে এসে হোটেল রয়েল প্যালেসে ওঠেন। তারা আমখোলা বাজারের ব্যবসায়ী এবং বন্ধু। শুক্রবার সকাল ১০টার দিকে সৈকতে ফুটবল খেলার পর জিরো পয়েন্ট এলাকায় দুপুরে গোসলে নামেন তারা। গোসল শেষে সবাই তীরে এলেও ফিরোজ ফেরেননি। শনিবার দুপুর পর্যন্ত তার সন্ধান মেলেনি। মেহেদী হাসান দাবি করেন, তার বন্ধু ফিরোজ ভালো সাঁতার জানতেন না।
কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ ইলিয়াস জানান, ওই পর্যটককে উদ্ধারে দ্বিতীয় দিনের মতো তাদের অভিযান চলছে।
এইচকেআর
