ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Motobad news

গলাচিপায় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত

গলাচিপায় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

‘মা ও শিশুর জীবন বাঁচাতে, স্বাস্থ্যকেন্দ্রে হবে যেতে’- এ প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এবং সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সি (এসডিএ) এর সাহযোগিতায় নিরাপদ মাতৃত্ব দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, স্বাস্থ্য সেবিকা, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারিদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের করা হয়।  শোভাযাত্রাটি স্বাস্থ্য কমপ্লেক্সের চারপাশের সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ডা. মো. সাইফুল ইসলাম, ডা. সুব্রত দে, ডা. নোমান পারভেজ, সহকারি স্বাস্থ্য পরিদর্শক মোসা. জাকিয়া বেগম প্রমুখ। এছাড়াও সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারি উপস্থিত ছিলেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন