ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Motobad news

কলাপাড়ায় চাঁদা না দেওয়ায় মোটরসাইকেল চালককে মারধর

কলাপাড়ায় চাঁদা না দেওয়ায় মোটরসাইকেল চালককে মারধর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

কলাপাড়ায় পৌর শহরে প্রবেশে চাঁদা না দেওয়ায় সাব্বির (১৯) নামের এক মোটরসাইকেল চালকের বেধড়ক মারধর করে রক্তাক্ত করা হয়েছে।

শুক্রবার (২৭মে) সকালে কলাপাড়া শেখ কামাল সেতুর সংলগ্ন এ ঘটনা ঘটে।

সে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের নজরুল মিয়া'র ছেলে। 

স্থানীয়রা আহত সাব্বিরকে রক্তাক্ত অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালীতে রেফার করেছেন কর্মরত চিকিৎসক।

স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেল চালক সাব্বির মোটরসাইকেল যোগে শহরে আসছিল, এসময় তার কাছে চাঁদা চায়।  চাঁদা টাকা না দিতে অস্বীকার করলে চাঁদাবাজ বশার ও সোহেল তাকে বেধড়ক মারধর করে রক্তাক্ত জখম করা হয়। এতে তার চোখে মারাত্মক আঘাত পায়। 

এ ঘটনায় কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম জানান, তদন্ত করে আইগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন