রাজাপুরের শ্রেষ্ঠ কলেজ লালমোন হামিদ মহিলা কলেজ


“জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২” উদযাপন উপলক্ষ্যে ঝালকাঠির রাজাপুর উপজেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে "আলহাজ লালমোন হামিদ মহিলা কলেজ" মনোনীত হয়েছে এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে মনোনীত হয়েছেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হেমায়েত উদ্দীন।
২১ মে উপজেলা শিক্ষা-অফিসার ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উদযাপন কমিটির সদস্য সচিব আবুল বাশার স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে। গত ১৮ মে জাতীয় শিক্ষা সপ্তাহ শুরু হয় এবং ১৯ মে শেষ হয়েছে। এ বছর জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলার ২২ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
এতে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান রাজাপুর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, কলেজ পর্যায়ে আলহাজ লালমোন হামিদ মহিলা কলেজ, মাদ্রাসা পর্যায়ে কানুদাসকাঠি ফাজিল মাদ্রাসা।
কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেনি শিক্ষক মনোনীত হয়েছেন আলহাজ লালমোন হামিদ মহিলা কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক চন্দ্রশেখর কর্মকার।৬ ক্যাটাগরিতে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রথম স্থান অধিকার করেছে। ৬ টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষার্থীরা হলো ফাতিহা বিনতে জাফর(নজরুল ও দেশাত্মবোধক সঙ্গীত),বন্যা মাতব্বর (রবীন্দ্র সঙ্গিত),তিথি মজুমদার (দেশাত্মবোধক, রবীন্দ্র ও লোক সঙ্গীত)।
উল্লেখ্য, যে আলহাজ লালমোন হামিদ মহিলা কলেজ প্রতিষ্ঠার পর থেকে রাজাপুর উপজেলা সহ পাশ্ববর্তী উপজেলায় নারী শিক্ষা প্রসারে বিশেষ ভূমিকা রাখছে।
এইচকেআর
