ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Motobad news

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে রাজাপুর সদর চ্যাম্পিয়ন 

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে রাজাপুর সদর চ্যাম্পিয়ন 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঝালকাঠি জেলার রাজাপুরে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ্ব-১৭ চুড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 

উদ্বোধনী খেলায় রাজাপুর সদর ইউনিয়ন একাদশ শুক্তাগড় ইউনিয়ন একাদশকে ৪-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন শিরোপা জিতে নেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান এর সভাপতিত্বে এ টুর্ণামেন্টে উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে ছয়টি দল অংশগ্রহন করে।চ্যাম্পিয়ন ট্রফি গ্রহন করেন রাজাপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন তালুকদার ও রানার্স আপ ট্রফি গ্রহন করেন শুক্তাগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিউটি সিকদার। উৎসব মুখর পরিবেশে টুর্নামেন্ট সম্পন্ন হয়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন