ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

Motobad news

আমতলীতে সোনালিকা  ট্রাক্টরস্ কিনে মটরসাইকেল পেলেন দুই কৃষক 

আমতলীতে সোনালিকা  ট্রাক্টরস্ কিনে মটরসাইকেল পেলেন দুই কৃষক 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার আমতলীতে এসিআই মটরস এর সোনালিকা ট্রাক্টরস্  কিনে ইয়ামাহা মটরসাইকেল পেয়েছেন দুই কৃষক।  শনিবার (১৪ মে) আমতলী একেস্কুল সলগ্ন  এসি আই মটরস এর শো রুমে  সানালিকা ট্রাক্টর ও মটরসাইকেলের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন এসি আই মটরস এর ডিরেক্টর সেলস মো. আজম আলি।

 এসময় উপস্থিত ছিলেন, এসি আই মটরসএর সেলস ম্যানেজার মো. আতিয়ার রহমান,মার্কেটিং ম্যানেজার তন্ময় মজুমদার, রিজিওনাল সেলস ম্যানেজার অরুন কান্তি বিশ্বাস, টেরিটরি ম্যানেজার এহসানুল আমিন,এরিয়া সেলস এক্সিকিউটিভ পিজুস কুমার রায়, এসিস্ট্যান্ট টেরিটরি ম্যানেজার মো. সাহাদাত হোসেন, মিজানুর রহমান, আসাদুজ্জামান,তারেক আলম খান, তারেক আলম খান, আসাদুজ্জামান পরশ সাইফুল ইসলাম বাইজিদ।  

প্রধান অতিথি গ্রাহক আনোয়ার প্যাদা ও  লিটন কুমার হাওলাদারের হাতে সোণালিকা ট্রাক্টরও মটরসাইকেলের চাবি হস্তন্তর করেন।  এসিআই মটরস সুত্রে জানা যায়,  ১২ লাখ ৪০ হাজার ও ১৩ লাখ ৫ হাজার টাকা দামের সোনলিকা ট্রাকটর নগদ অথবা ৫০ পারসেন্ট ডাউন পেমেন্ট পরিশোধ করলে উক্ত গ্রাহককে ১ লাখ ২৫ হাজার টাকা দামের ইয়ামাহা ব্রান্ডের মটরসাইকেল পুরুস্কার প্রদান করা হয়।  
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন