ঢাকা শনিবার, ১৯ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • সামনের নির্বাচন পিআর পদ্ধতিতে দিতে হবে: রেজাউল করীম ইঁদুরের গর্ত থেকে শেখ হাসিনার সম্পত্তি বের হচ্ছে: বরিশালে রিজভী বাবুগঞ্জে মাটি কাটার অপরাধে ৩ ইট ভাটাকে জরিমানা  বরিশালে ভাড়াবাসায় মিলল স্কুলশিক্ষকের লাশ পাড়ায় পাড়ায় প্রতিবাদের সংস্কৃতি গড়ে তুলন: নাহিদ ইসলাম কলাপাড়ায় লেক থেকে যুবকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে সহিংসতাকারীদের গ্রেফতার দাবিতে ঢাকায় এনসিপির বিক্ষোভ পরিকল্পিতভাবে গাজার সব ভবন ধ্বংস করে দিচ্ছে ইসরায়েল: বিবিসি অবশেষে ঢাকায় চালু হচ্ছে জাতিসংঘ মানবাধিকার পরিষদের মিশন জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও মানুষের কাছে দৃশ্যমান: প্রধান উপদেষ্টা
  • ঝালকাঠীতে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

    ঝালকাঠীতে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের দক্ষিণ মরিচবুনিয়া গ্রামের জাহাঙ্গীর খানের মেয়ে জোরখালী দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক গভীর রাতে বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করেছেন একই গ্রামের পান্না জমাদ্দারের ছেলে শফিক এবং মান্নান খানের ছেলে জহির । 

    এই ঘটনায় হাফিজার মা রাহিমা বেগম শুক্রবার (১৩ মে) ধর্ষণ চেষ্টার অভিযোগে শফিক ও জহিরের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে। 

    ভুক্তভোগী জানান, হাসান আমাকে রাত দশটার দিকে ফোন দিয়ে বাইরে নামতে বলছে। আমি বাইরে নেমে হাসানরে কোথাও দেখতে না পেয়ে যখন ঘরে আসবো এমন সময় পিছন থেকে আমার মুখ চেপে ধরে খালের ভিতরে নামিয়ে খালের ওপারে বাগানে নিয়ে যায় দুইটা ছেলে। প্রথমে আমি তাদের চিনতে পারিনি। পরবর্তীতে দেখি ওরা আমাদের গ্রামে জহির এবং শফিক। তখন ওদেরকে ধাক্কা মেরে আমি যখন চলে আসি তখন আমার ওড়না টেনে রেখে দেয়।

    ভুক্তভোগীর মা বলেন , রাত দশটার দিকে আমার মেয়ে বাইরে যায়। কিছুক্ষণ পর যখন কাঁপতে কাঁপতে ঘরে এসে আমি দেখি ওর জামা কাপড় ছেড়া, ওর কাছে ওড়না নেই, গায়ে কাদা মাখা। তখন জিজ্ঞেস করার পর কাঁদো কাঁদো কন্ঠে বলে আমারে শফিক এবং জহির জোর করে পিছন থেকে বাগানে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে আমি দৌড়ে পালিয়ে এসেছি।

    ঘটনার পর শফিক ও জহির পলাতক রয়েছে তাদের সাথে কোনরকম যোগাযোগ করা যায়নি। শফিকের বাবা পান্না জমাদ্দার বলেন, আমার ছেলে আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজে একাদশ শ্রেণীতে পড়ে। ওই মেয়েটা প্রেমিকের সাথে দেখা করার জন্য বাইরে নেমেছে তখন আমার ছেলে শফিক ও তার বন্ধু জহির রাস্তা দিয়ে যায়। এমন সময় ওদের দেখে ধমক দিয়ে ওরা বাড়িতে চলে আসে। ধমক দেওয়ার কারণে তাদের নামে মিথ্যা হয়রানিমূলক মামলা করেছে মেয়ের মা।

    কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মুরাদ আলী জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ