আমতলীর নতুন বাজারে ভয়াবহ আগুন
-29_April.jpg)

আমতলীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকান পুরে ভস্মিভূত হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) আড়াইটার দিকে নতুন বাজার বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। ৩টি অগ্নি নির্বাপক দল ২ ঘন্টা চেষ্টা চালিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনে।
জানা গেছে, শুক্রবার বেলা আড়াইটার সময় নতুন বাজার বটতলা এলাকার মুদিমনোহরি আলামিন স্টোর থেকে বৈদ্যুতিক শর্টসার্টিক থেকে আগুনের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে তা পুরো এলাকায় ছড়িয়ে পরে। একে একে আলী আকব্বর এর বিসমিল্লাহ ভ্যারাইটিস স্টোর্স, ধানখালী টেলিকম, হোটেল রয়েল ও তোফাজ্জেলের একটি খবারের হোটেলে ছড়িয়ে পড়লে তা ভস্মিভূত হয়। সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে আলামিন মুদিও মনোহরি দোকানের বলে জানান দোকানের মালিক মো. কবির হাজী।
বিসমিল্লাহ ভ্যারাইটি স্টোর্সের মালিক মো. আলী আকব্বর কান্না জড়িত কন্ঠে জানান, আগুন মোর সব ম্যাষ অইয়া গ্যাছে। নগদ টাকাসহ প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল পুইড়া গ্যাছে। তোফাজ্জেলের খাবার হোটেলের ঘরটি পুরে সম্পূর্ন ছাই হয়ে গেছে। রয়েল হোটেল এবং তালুকদার টেলিকম আংশিক পুড়ে গেছে। তালুকদার টেলিকমের ওষুধ এবং অন্যান্য মনোহরি মালামালও পুড়ে গেছে।
আমতলী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মো. গোলাম মস্তফা জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমতলী, কলাপাড়া ও পটুয়াখালী ফায়ার সার্ভিসের ৩টি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্র বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমতলী পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান, আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসএমএইচ
