আমতলীতে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত


বরগুনার আমতলী উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান,আমতলী পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান , সহকারী কমিশানার (ভূমি) মো. নাজমুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাড: সামসুদ্দিন সানু, ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান মিন্টু মল্লিক, অ্যাড. এইচএম মনিরুল ইসলাম মনি, সরকারী কলেজের অধ্যক্ষ মো. হোসেন আহম্মেদ, বকুলনেছা মহিলা কলেজের অধ্যক্ষ মো. ফোরকান মিয়া, রিপোর্টার্স ইউনিটির সভাপতি খান মতিয়ার রহমান, আমতলীর সিনিয়র সাংবাদিক মো. জাকির হোসেন মোল্লা, আমতলী সাংবাদিক ক্লাবের সভাপতি দেওয়ান মোস্তফা কবির।
এ সময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা প্রশাসনের সকল সরকারী প্রতিষ্ঠানের প্রধানগন। উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদ বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় সকলের স্ব-স্ব জায়গা থেকে পুলিশ বাহিনীকে সর্ব প্রকার সহায়তা করার জন্য অনুরোধ করেন।
এইচকেআর
