আমতলীতে প্রধানমন্ত্রীর ফোন পেয়ে উচ্ছ্বাস


আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রধান মন্ত্রীর শুভেচ্ছা বার্তা পেয়ে উচ্ছ্বাসিত আমতলীর মানুষ। গত তিন দিন এই শুভেচ্ছা বার্তা পেয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, আসন্ন ঈদ উপলক্ষে আমতলীর নাগরিকদের নিকট ভয়েজ রেকর্ড করা একটি অডিও কল আসে। কলের অপর প্রান্ত থেকে ভেসে আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ শুভেচ্ছা বার্তার কণ্ঠ।
আমতলী পৌরসভার বাসিন্দা গৃহবধু ফিরোজা বেগম বলেন, প্রধান মন্ত্রী ফোনে আমাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আমি এজন্য অনেক খুশি। হলদিয়ার কৃষক আবুল মিয়া বলেন, রবিবার রাতে আমি মোবাইল ফোনে কলের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বার্ত পেয়েছি। এতে আমার খুব ভালো লাগছে।
আমতলী পৌরসভার শাওন,. সাকিব , লিমন বলেন, মাননীয় প্রধান মন্ত্রী রেকর্ড করা বর্তায় ঈদ শুভেচ্ছা পেয়েছি। প্রধান মন্ত্রীর ঈদ শুভেচ্ছা পেয়ে খুব আনন্দ লাগছে। তিনি আমাদের আমতলী তালতলীর এমপি ছিলেন।
প্রধানমন্ত্রীর ফোনের বিষয়টি ছিল আমতলীর হাটবাজারসহ সড়কের মোরে আলোচনার প্রধান বিষয়। অনেকেই এটির প্রসংসা করে বলেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা মাটি ও মানুষের নেত্রী হওয়ায় তিনি মানুষের ভালোবাসা এবং দরদী হওয়ায় একাজটি করেছেন।
আমতলী উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা তার ফোন পেয়ে আমতলীর গরীব দু:খী মানুষ খুশি হয়েছেন।
আমতলী পৌরসভার মেয়র ও আমতলী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মতিয়ার রহমান বলেন, তিনি বাংলাদেশের উন্নয়নের রোল মডেল। সারা বিশ্বে তিনি একজন মর্যাদাশীল নেত্রী। তিনি যা করতে পারবেন অন্যরা তার ধারে কাছেও যেতে পারবেন না। সাধারন মানুষের কাছে ঈদ শুভেচ্ছা জানিয়ে তিনি ফোন করে যে মহানুভবতা এবং মানবতার পরিচয় দিলেন তা মানুষ সবসময় মনে রাখবে।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আমতলী তালতলী আসনের এমপি ছিলেন। আমরা মনে করি তিনি এখনো আমাদের এমপি। সেভাবেই তিনি আমাদেরও মূল্যায়ন করেন।
আমতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ কাদের মিয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সাধারন মানুষের কাছে ঈদ শুভেচ্ছা জানিয়ে তিনি ফোন করে যে মহানুভবতা এবং মানবতার পরিচয় দিলেন তা আমতলীর মানুষ মনে রাখবে।
এমইউআর
