বৃষ্টিতে আটকে পড়া রিকশাচালক ট্রাক্টর চাপায় নিহত


বরগুনা জেলার সদর উপজেলায় রাস্তা পাড় হওয়ার জন্য দোকানের সামনে দাড়িয়ে থাকা অবস্থায় ট্রাক্টরের চাপায় এক পথচারী নিহত হয়েছেন৷ শুক্রবার (২২ এপ্রিল) রাতে বরগুনা জেলা স্টেডিয়ামের সামনে এঘটনা ঘটে।
নিহত আইয়ুব আলী (৫৫) বরগুনা পৌরশহরের চরকলোনী এলাকার আইজদ্দিন আলীর ছেলে। তিনি পেশায় একজন রিকশাচলক ও কাঠমিস্ত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের পর বাসা থেকে বের হয়ে ষ্টেডিয়ামের সামনের আবুলের চায়ের দোকানে এসেছিল আইয়ুব। এরপর বৃষ্টি নামলে তিনি দোকানে আটকে পরে। বৃষ্টি থামার পর আনুমানিক রাত ৮.১০ মিনিটের দিকে আবুলের দোকানের সামনে দাড়িয়ে থাকে। এমন সময় বরগুনা-পুরাকাটা মহাসড়কে একটি ট্রাক্টর পথচারী আইয়ুবকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে যায়৷ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
প্রত্যক্ষদর্শী মোঃ ইদ্রিসুর হোসেন জানান, বৃষ্টিতে তিনি আবুলেরর দোকানে আটকে পড়ে। বৃষ্টি থামার পর তিনি রাস্তা পার হওয়ার জন্য আমার দোকানের সামনে দড়ায়। এসময় বাজারের দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক্টর তাকে চাপা দেয়।
তিনি আরও বলেন, এর আগেও পৌরশহরে বেপরোয়া গতির অবৈধ ট্রাক্টরের কারনে দূর্ঘটনার শিকার হয়েছে। এব্যপারে পৌর কতৃপক্ষকে জানানো হলেও তারা কেন ব্যবস্থা নিচ্ছে না।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মদ বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ গিয়ে মরদেহ সুরাতহাল করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। ওই ট্রাক্টর ও ঘাতক চালককে ধরতে আমাদের চেষ্টা চলছে।
বরগুনা/রাসেল/এসএমএইচ
