বরগুনায় যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত


বরগুনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোবার সন্ধ্যায় ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, যাকাত ইসলামের একটি স্তম্ভ। আমরা সবাই ধার্যকৃত যাকাত পরিশোধ করবো সরকারিভাবে যাকাতের ফান্ড গঠিত হয়েছে। এফান্ডের টাকা দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে ব্যয় হয়। আপনার আলাদাভাবে যাকাত না দিয়ে সরকারি ফান্ডে যাকাত জমা দিন, এতে পুরো পরিবার স্বাবলম্বী হতে পারবে।
এসময় আরও উপস্থিত ছিলেন বরগুনা দারুল উলুম নেছারিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রশীদসহ স্থানীয় ওলামায়ে কেরামগন।
এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউণ্ডেশন বরগুনা উপ পরিচালক এম মাকসুদুর রহমান।
এমইউআর
