পাথরঘাটায় মুক্তিযোদ্ধার স্ত্রীর ওপর হামলা


পাথরঘাটায় বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র সরকারের স্ত্রী ঊষা রানীকে (৬০) মারধর করার অভিযোগ পাওয়া গেছে। প্রতিবেশী মৃনাল মজুমদারের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাথরঘাটা থানায় লিখিত অভিযোগ করেছেন মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র সরকার। ঘটনাটি ঘটেছে বরগুনার পাথরঘাটা পৌর এলাকার পাইকপাড়ায় রোববার সকাল ৭টার দিকে। ঊষা রানী পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শিকা (অবসরপ্রাপ্ত) ও বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র সরকারের স্ত্রী।
বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র সরকার বলেন, পাথরঘাটা পৌর এলাকার পাইকপাড়া এলাকায় প্রায় ২৫ বছর ধরে জমি ক্রয় করে বসবাস করছি কিন্তু প্রতিবেশী নির্মল মজুমদার ও তার পরিবারের লোকজন ওই জমি থেকে আমাদের বিতাড়িত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা বৃদ্ধ মানুষ এর প্রতিবাদও করতে পারছিনা। রোববার আমাদের বসতবাড়ির সীমানা প্রাচীর ভাঙ্গার চেষ্টা করে মৃনাল মজুমদার। এতে বাধা দিতে যান আমার স্ত্রী ঊষারাণী। এ সময় ঊষা রাণীকে দেখেই মৃনাল ক্ষেপে গিয়ে লাঠি দিয়ে মারধর করেন। মৃনালের লাঠির আঘাতে ঊষারাণী মাথায় ও কোমরে প্রচন্ড আঘাত পান। পরে তাকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা খালিদ মাহমুদ আরিফ বলেন, ঊষা রানী হাসপাতালে চিকিৎসাধীন রযয়েছেন। তার মাথায় ও কোমড়ে আঘাতের ঘটনায় এক্সরে দেওয়া হয়েছে।
অভিযোগ প্রসঙ্গে মৃনাল মজুমদারের ভাই মিলন মজুমদার বলেন, ঘটনার সময় আমি ঘটনাস্থলে ছিলাম না, তবে যা হয়েছে তাতে আমার ছোটভাই মৃনাল অন্যায় করেছে। এটা সঠিক করেনি। এ ব্যাপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আবুল বাশার বলেন অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এইচকেআর
