বাউফলে অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই


পটুয়াখালীর বাউফলে উপজেলায় আগুন পুড়ে গেছে অন্তত ১৩টি দোকান। শনিবার (২৬ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার কালাইয়া বন্দরের বেইলী ব্রীজের পূর্বপাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে অন্তত ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে দশটার দিকে ফিরোজের গ্যাসের দোকান থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তেই আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় মুদি মনোহরি, গ্যাস সিলিন্ডার, ফ্রিজ, রাইস মিল, চায়ের দোকান ও ফার্নিচারের দোকানসহ ২টি বসত বাড়ি।
বাউফল ফায়ার সার্ভিসের ইন্সেপেক্টর আরিফ হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় দুই ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এসএম
