ঢাকা সোমবার, ২১ জুলাই ২০২৫

Motobad news

মহিপুরে জাল চুরির অপরাধে ১২ রোহিঙ্গা আটক

 মহিপুরে জাল চুরির অপরাধে ১২ রোহিঙ্গা আটক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে জেলেদের জাল চুরির অপরাধে ১২ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ। জেলে পেশার আড়ালে তারা জাল ও মাছ ধরার সরঞ্জাম চুরি করতেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুর ১২টার দিকে ক্ষতিগ্রস্ত আলীপুরের ট্রলার মালিক আল-আমিন বাদী হয়ে মহিপুর থানায় ১২ রোহিঙ্গার নামে মামলা করেছেন।

এর আগে বুধবার (২৩ মার্চ) রাতে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত বাগেরহাট জেলার রায়েন্দা এলাকার আবু মৃধার মালিকানাধীন ট্রলারটি উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন- ফাহিম (২২), রাজু মাঝি, আরিফ (২২), মো. সেলিম (২৫), মো. রফিক (৩০), মো, নুর (৩৫), মো. আব্দুল্লা (২০), মো. জোবায়ের (২২), মো. আবদুর রহমান (২৫), মো. শরীফ (২২), মো. আজিজ (২৪), মো. আলম (৫৪)। এদের সবার বাড়ি কক্সবাজারের কুতুপালংয়ের বিভিন্ন জায়গায়।

স্থানীয় জেলেরা জানান, বেশ কয়েকদিন ধরে এ রোহিঙ্গারা সাগর থেকে জাল চুরি করে আসছে। বুধবার সন্ধ্যায় বঙ্গোপসাগরের সোনার চর পয়েন্ট থেকে জাল চুরি করে নিয়ে যাওয়ার সময় ধাওয়া করে তাদের হাতেনাতে আটক করেন জেলেরা। ওইদিন রাত ১১টার দিকে তাদের পুলিশে সোপর্দ করেন তারা।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের  বলেন, এরা মূলত জেলে পেশার আড়ালে গভীর সমুদ্রে জেলেদের জাল ও মাছ ধরার সরঞ্জাম চুরি করতো। বুধবার রাতে আমাদের একটি টিম তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন