পবিপ্রবিতে মুজিব বর্ষ উপলক্ষে আইটি কার্নিভালের উদ্বোধন


পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের আয়োজনে মুজিব বর্ষ উপলক্ষে আইটি কার্নিভাল এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩ টায় সিএসই অনুষদের সেমিনার কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। সিএসই অনুষদের ডিন প্রফেসর গোলাম মো: মুরাদুল বশির এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিএসই অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মুখ সারিতে থাকতে হবে আইটি সেক্টরকে। সে জন্য সিএসই অনুষদের সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সে ভাবেই নিজেদেরকে তৈরী করতে হবে।
এইচকেআর
