পবিপ্রবিতে সমন্বিত ফসল চাষ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত


পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিআইডিসি কর্তৃক স্থানীয় কৃষক কৃষাণীদের মাঝে সমন্বিত ফসল চাষ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের পিআইডিসি কনফারেন্স কক্ষে কৃষি অনুষদের চেয়ারম্যান প্রফেসর ড. পূর্ণেন্দু বিশ্বাসের সভাপতিত্বে প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। প্রশিক্ষনটি পরিচালনা করেন পিআইডিসি’র সভাপতি প্রফেসর ড. মোঃ আবু ইউসুফ।
প্রশিক্ষন সংশ্লিষ্ট কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন পিআইডিসি’র ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ ইমাদুল হক প্রিন্স। প্রশিক্ষণে আলোচক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষন প্রদান করেন কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. সুলতান আহমেদ, উদ্ভিদ রোগতত্ব বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মাহবুব রব্বানী, কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান, প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান চৌধুরী, এবং প্রফেসর ড. মোহাম্মদ সাজেদুল হক।
প্রশিক্ষনে প্রধান অতিথি’র বক্তব্যে ভাইস-চ্যান্সলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, সমন্বিত ফসল চাষ সম্পর্কে কৃষকদের অবহিত করনের উদ্যোগ হিসেবে বিশ্ববিদ্যালয়ের পিআইডিসি’র মাধ্যমে আমাদের এই প্রশিক্ষনের আয়োজন করা হয়েছে। মেধাবী জাতিগঠনের জন্য পুষ্টিকর খাবার খুবই গুরুত্বপূর্ণ। এ জন্য পুষ্টিকর খাবারের বিষয়ে সম্মক ধারণা দেয়ার জন্য তিনি প্রশিক্ষণের প্রতি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে প্রায় অর্ধশত কৃষক-কৃষাণী উপস্থিত থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন।
এইচকেআর
