বাউফলে সাড়ে তিন বছরের শিশুকে হাত বেঁধে ধর্ষণ চেষ্টা


পটুয়াখালীর বাউফল উপজেলায় সাড়ে তিন বছরের এক শিশুর হাত বেঁধে নাসরুল্লাহ সিকদার (৩০) নামে এক যুবক ধর্ষণ চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে গেলে নাসরুল্লাহ পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা ও শিশুটির বাবা-মায়ের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ শনিবার সকালে শিশুটি অন্য শিশুদের সঙ্গে বাগানে গাছের নিচে বসে খেলছিল। সকাল নয়টার দিকে নাসরুল্লাহ নামের ওই ব্যক্তি শিশুটিকে কোলে করে তাঁদের বাড়ির ছাদে নিয়ে যায়। সেখানে হাত বেঁধে ধর্ষণের চেষ্টা চালায় নাসরুল্লাহ। শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এলে নাসরুল্লাহ দৌড়ে মোটরসাইকেলে করে পালিয়ে যেতে সক্ষম হয়।
শিশুটি কাঁদতে কাঁদতে বলে,‘ চিৎকার করায় আমাকে মেরেছে। তখন শিশুটি তার দুই গালে ও দুই হাতে আঘাতের চিহ্ন দেখিয়ে দেয়।’ শিশুটির দুই গাল ও হাত কালো হয়ে গেছে।
শিশুটির বাবা বলেন,‘আইনের আশ্রয় নেওয়ার জন্য এই মুহুর্তে (বিকেল সাড়ে তিনটা) শিশুটিকে নিয়ে তাঁরা বাউফল থানায় অবস্থান করছেন। ইতিমধ্যে ওসিকে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন।’
এ ঘটনার পর নাসরুল্লাহ গা ডাকা দিয়েছে। মুঠোফোন বন্ধ পাওয়ায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন,‘শিশুটি ও তার বাবা-মা থানায় আছে। তাঁদের সঙ্গে কথা বলতেছি, সরেজমিনে যাব। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এইচকেআর
