ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • আওয়ামী সরকারের আমলে যেসব কর্মকাণ্ড নির্বাচন ব্যবস্থা কলুষিত করে ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক প্রেমিকের সঙ্গে অভিমান করে নদীতে ঝাঁপ বিএম কলেজ শিক্ষার্থীর জাপা নেতাদের প্রার্থিতা বাতিলের দাবি, জুলাই ঐক্যের কর্মসূচি ঘোষণা ইরানে নিস্তেজ হয়ে পড়ছে বিক্ষোভ, সরকারের পক্ষে বিশাল সমাবেশ গৌরনদীতে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে কিশোরীর মরদেহ উদ্ধার আগৈলঝাড়ায় সরকারী অফিসের প্রবেশ পথে চেয়ার-টেবিল ও রশি টানিয়ে অফিস করছেন কর্মকর্তা  মঠবাড়িয়ায় স্বেচ্ছাশ্রমে ৭৫ ফুট দীর্ঘ ব্রিজ নির্মাণ দণ্ডিত ২৫ বাংলাদেশিকে ক্ষমা করলেন আমিরাতের প্রেসিডেন্ট বিক্ষোভে উত্তাল ইরান, নিহত অন্তত ১৯২
  • যুক্তরাজ্যে পুরস্কৃত হলো আসমার ‘গিত্তাল মি আচ্ছিয়া’

    যুক্তরাজ্যে পুরস্কৃত হলো আসমার ‘গিত্তাল মি আচ্ছিয়া’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গারো জনগোষ্ঠীর প্রবীণ ব্যক্তি জনিক নকরেককে নিয়ে নির্মিত আসমা বীথির প্রামাণ্য চলচ্চিত্র পুরস্কৃত হলো যুক্তরাজ্যে। ‘গিত্তাল মি আচ্ছিয়া’ নামের এই চলচ্চিত্র যুক্তরাজ্যভিত্তিক ‘ডব্লিউআরপিএন উইমেন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২১’–এ ‘আউটস্ট্যান্ডিং এক্সিলেন্স’ ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে।

    কবি ও আলোকচিত্রী আসমা বীথির প্রথম চলচ্চিত্র এটি। ৩৬ মিনিটের এই চলচ্চিত্র এর আগে লিবারেশন ডকফেস্ট বাংলাদেশ (২০২১), ডকুমেন্টারি ফিল্মমেকার শোকেস (২০২১), আইক্যান-হান্না ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালসহ (২০২১) দেশ-বিদেশের বেশ কয়েকটি উৎসবে প্রদর্শিত হয়েছে।

    চার বছর আগে শুরু হওয়া চলচ্চিত্রের নির্মাণকাজ শেষ হয় ২০২০ সালে। ‘গিত্তাল মি আচ্ছিয়া’র চিত্রগ্রহণ, গবেষণা, পাণ্ডুলিপি প্রস্তুত ও পরিচালনা করেছেন আসমা বীথি। সম্পাদনা করেছেন পঙ্কজ চৌধুরী রনি।

    এই চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্র জনিক নকরেককে গারো বা মান্দি জনগোষ্ঠীর জীবন্ত কিংবদন্তি বলা হয়। গারোদের আদি ধর্ম সাংসারেক চর্চাকারীদের মধ্যে যে কজন বেঁচে আছেন, তিনি তাঁদের একজন। তাঁর জন্ম তৎকালীন অবিভক্ত ভারতের ত্রিপুরা রাজ্যে হলেও ছোটবেলা থেকেই বসবাস করেন টাঙ্গাইল জেলার মধুপুরের চুনিয়া গ্রামে।

    জনিক নকরেককে অনুসরণ করতে করতে যেন গোটা মান্দি সম্প্রদায়ের হৃদয়ের ছবিটাও দেখা হয়ে যায় দর্শকের। ফসল রক্ষায় উল্কার দেবতা রাক্কাশি মিদ্দির আমুয়া (পূজা), জনিকের স্মৃতিচারণা, মান্দিদের দলগত নাচ যেন একটানে চুনিয়ায় নিয়ে যায় দর্শককে। 


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ