ঢাকা বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৪.৬%, পূর্বাভাস বিশ্বব্যাংকের খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট দীর্ঘ ৯ মাস অনুপস্থিত, প্রকৌশলীকে খুঁজতে থানায় জিডি সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান ঢাকা-বরিশাল মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় নিহত ৩ বরগুনা‍য় নারী কর্মীদের ধাওয়া, প্রতিবাদ করায় জামায়াত নেতার ওপর হামলা ১ কোটি লিটার সয়াবিন, ৪০ হাজার টন ইউরিয়া কিনবে সরকার নলছিটিতে প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবিতে বিক্ষোভ মঠবাড়িয়ায় অবৈধ ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা বোরহানউদ্দিনে মুক্তিপণের বিনিময়ে জিম্মি দশা থেকে মুক্তি পেলেন ৪ জেলে 
  • ‘মাইলস’ ছাড়ার ঘোষণা দিলেন শাফিন আহমেদ

    ‘মাইলস’ ছাড়ার ঘোষণা দিলেন শাফিন আহমেদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে বিখ্যাত এবং জনপ্রিয় ব্যান্ড ‘মাইলস’। ১৯৭৯ সালে সংগীতের এ দলটি গড়ে উঠে। ‘মাইলস’র অন্যতম ভোকাল ও গিটারিস্ট শাফিন আহমেদ
    এর আগে ২০১০, ২০১৭ সালে দুইবার ব্যক্তিগত কারণ দেখিয়ে দলটি থেকে সরে গিয়েছিলেন শাফিন। আবার ফিরেও এসেছেন। সম্প্রতি ‘মাইলস’ ব্যান্ডের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীও করেছেন জাঁকজমকভাবে।

    শনিবার (২৭ নভেম্বর) নিজের ফেসবুকে একটি ভিডিও বার্তার মাধ্যমে আবারও ‘মাইলস’ ছাড়ার ঘোষণা দিয়েছেন শাফিন। ভিডিওর ক্যাপশনে শাফিন লেখেন, ‘দীর্ঘদিনের অন্যায় ও ভুল কার্যক্রমের প্রেক্ষিতে আমি এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’

    ভিডিওতে শাফিন আহমেদ বলেন, ‘মাইলসের সঙ্গে আমার পথচলা সেই ১৯৭৯ সাল থেকে, বহু বছর পার হয়ে গেছে। অনেক বছর সময় দিয়েছি, শ্রম দিয়েছি। অনেক ক্রিয়েটিভ কাজ হয়েছে। আজকের মাইলসের এ অবস্থানের পেছনে আমার কতটুকু অবদান, সেটা আপনারা অনেকেই জানেন। তবে, একটা সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হয়েছি। এ বছরের শুরু থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে, মাইলসের বর্তমান লাইনআপের সঙ্গে মিউজিকের কোনও কার্যক্রম করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি এই লাইনআপের সঙ্গে মিউজিক করা থেকে বিরত থাকব।’

    তিনি আরও বলেন, ‘তবে সংগীত জগতে আমার পথচলা খুব স্বাভাবিক এবং আগের মতো থাকবে। আমাকে স্টেজ এবং রেকর্ডিংয়ে পাওয়া যাবে। আমার অনুরোধ, মাইলস নামের কোনো অপব্যবহার যেন না হয়। আমরা যদি একসঙ্গে কাজ করতে না পারি তাহলে মাইলসের কার্যক্রম এখানে বন্ধ করা হোক।’

    মাইলসের লাইনআপে ছিলেন- শাফিন আহমেদ (বেজ গিটার, ভোকাল), হামিন আহমেদ (গিটার, ভোকাল), মানাম আহমেদ (কি-বোর্ড), ইকবাল আসিফ জুয়েল (গিটার) ও সৈয়দ জিয়াউর রহমান তূর্য (ড্রামস)।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ