ঢাকা বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট দীর্ঘ ৯ মাস অনুপস্থিত, প্রকৌশলীকে খুঁজতে থানায় জিডি সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান ঢাকা-বরিশাল মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় নিহত ৩ বরগুনা‍য় নারী কর্মীদের ধাওয়া, প্রতিবাদ করায় জামায়াত নেতার ওপর হামলা ১ কোটি লিটার সয়াবিন, ৪০ হাজার টন ইউরিয়া কিনবে সরকার নলছিটিতে প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবিতে বিক্ষোভ মঠবাড়িয়ায় অবৈধ ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা বোরহানউদ্দিনে মুক্তিপণের বিনিময়ে জিম্মি দশা থেকে মুক্তি পেলেন ৪ জেলে  আওয়ামী সরকারের আমলে যেসব কর্মকাণ্ড নির্বাচন ব্যবস্থা কলুষিত করে
  • সিনেমায় ব্যর্থ নায়িকা ব্যবসা করে সফল

     সিনেমায় ব্যর্থ নায়িকা ব্যবসা করে সফল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

     


    বলিউডে তার অভিষেক হয়েছিল সুপারহিট সিনেমার মাধ্যমে। সেটার নাম ছিল ‘তুম বিন’। ২০০১ সালে মুক্তি পাওয়া সিনেমাটি দিয়ে রাতারাতি পরিচিতিও পান। কিন্তু এরপর আর জ্বলে উঠতে পারেননি। একের পর এক ফ্লপ সিনেমা যুক্ত হয় তার ঝুলিতে।

    বলছি অভিনেত্রী সান্দালি সিনহার কথা। দীর্ঘ ৯ বছর পর লাবণ্যময়ী এই অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে ২০১৬ সালের ‘তুম বিন ২’ সিনেমায়। তবে সেটাও ছিল অতিথি চরিত্রে। ২০০৫ সালের পর থেকেই সিনেমা থেকে দূরে সরে যান সান্দালি। মনোযোগ দেন ব্যবসায়।

    বর্তমানে ভারতের সবচেয়ে বড় বেকারি ‘কান্ট্রি অব অরিজিন’-এর মালকিন সান্দালি। এটা মূলত তার স্বামীর ছিল। তবে তিনি দায়িত্ব গ্রহণ করে পুরোদস্তুর ব্যবসায়ী হয়ে গেছেন। এছাড়া মুম্বাইতে তার একটি স্পা-ও রয়েছে।

    জানা যায়, বলিউডে সান্দালির কোনো জানাশোনা ছিল না। ছোটবেলায় তার স্বপ্ন ছিল, চিকিৎসক হওয়ার। শোবিজ নিয়ে কোনো ভাবনাই ছিল না তার। কিন্তু কলেজে ওঠার পর শখের বশে কয়েকবার র‍্যাম্প মডেলিং করেন। এখান থেকেই বলিউডে কাজের স্বপ্ন জাগে তার মনে।

    সিনেমায় কাজের আগে একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন সান্দালি। যেটা নির্মাণ করেছিলেন অনুভব সিনহা। তিনিই সান্দালিকে সুযোগ করে দেন সিনেমায়। তার নির্মিত ‘তুম বিন’ সিনেমার মাধ্যমে বলিউডে পথচলা শুরু করেন অভিনেত্রী।

    প্রথম সিনেমার সাফল্যের পর সান্দালির কোনো সিনেমাই আর জনপ্রিয়তা পায়নি। যার কারণে একপ্রকার ছিটকে পড়েন বলিউড থেকে। ২০০৫ সালে তাই বিয়ে করে সংসারী হয়ে যান সান্দালি। এক ব্যবসায়ীর সঙ্গে তার নতুন জীবনের গল্প শুরু হয়।

    এখন ব্যবসায়ী হিসেবে দারুণ সফল হলেও সেটা নিয়ে হাঁকডাক করেন না সান্দালি। এমনকি নিজের সোশ্যাল অ্যাকাউন্টগুলো পর্যন্ত প্রাইভেসি দিয়ে রাখেন। অর্থাৎ মিডিয়ার ঝলমলে দুনিয়ার বাইরে একেবারে একান্ত জীবন যাপন করেন তিনি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ