ঢাকা বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট দীর্ঘ ৯ মাস অনুপস্থিত, প্রকৌশলীকে খুঁজতে থানায় জিডি সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান ঢাকা-বরিশাল মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় নিহত ৩ বরগুনা‍য় নারী কর্মীদের ধাওয়া, প্রতিবাদ করায় জামায়াত নেতার ওপর হামলা ১ কোটি লিটার সয়াবিন, ৪০ হাজার টন ইউরিয়া কিনবে সরকার নলছিটিতে প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবিতে বিক্ষোভ মঠবাড়িয়ায় অবৈধ ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা বোরহানউদ্দিনে মুক্তিপণের বিনিময়ে জিম্মি দশা থেকে মুক্তি পেলেন ৪ জেলে  আওয়ামী সরকারের আমলে যেসব কর্মকাণ্ড নির্বাচন ব্যবস্থা কলুষিত করে
  • সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতার বিয়ে

    সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতার বিয়ে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুশান্তের মৃত্যুর এক বছর হলো সবেমাত্র। এক সময় সুশান্ত ও অঙ্কিতা জুটি বেশ জনপ্রিয় ছিল। টেলিভিশনের অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন তারা। তবে ছয় বছরের সম্পর্কে থাকার পর ব্রেকআপ হয়ে যায় অঙ্কিতার। তারপর নতুন সম্পর্ক জড়ান অভিনেত্রী। 

    এবার খবর পাওয়া গেল, ডিসেম্বরই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অঙ্কিতা লোখান্ডে। শোনা যাচ্ছে, ডিসেম্বরের ১২ থেকে ১৪ তারিখ বসবে অঙ্কিতার বিয়ের আসর। পাত্র ভিকি জৈন, পেশায় ব্যবসায়ী। শোনা যাচ্ছে, ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধু বান্ধবের উপস্থিতিতেই সম্পন্ন হবে অঙ্কিতা-ভিকির বিয়ে।

    প্রায় সাড়ে তিন বছর ধরে ভিকি জৈনের সঙ্গে সম্পর্কে রয়েছেন অঙ্কিতা। সুশান্তের সঙ্গে ব্রেকআপের পরই অঙ্কিতা জীবনে আসেন ভিকি। সুশান্তের মৃত্যুর পরও সব সময় অঙ্কিতা পাশে পেয়েছেন ভিকিকে। পরে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট দিয়ে ভিকিকে ধন্যবাদও জানান অঙ্কিতা। সম্প্রতি দিওয়ালি পার্টিতে ভিকির ঠোঁটে ঠোঁট রাখেন অঙ্কিতা। সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল নেটপাড়ায়।

    মেরুন শাড়ি আর ম্যাচিং ব্লাউজে পার্টিতে হাজির হয়েছিলেন অভিনেত্রী! এদিন ভিকি পরেছিলেন ব্ল্যাক ফর্মাল শার্ট-প্যান্ট। সবাই পার্টি মুডে এমন সময় ভিকির ঠোঁটে ঠোঁট রাখেন অঙ্কিতা। নিজের ইনস্টা স্টোরিতে সেই ভিডিয়ো শেয়ার করেন অভিনেত্রী। অঙ্কিতা আর ভিকিকে ভালোবেসে ‘ViAnk’ নামে ডাকেন তাদের অনুরাগীরা।

    ‘পবিত্র রিস্তা’ দিয়েই জনপ্রিয়তা পেয়েছিলেন অঙ্কিতা লোখান্ডে। এখন অবশ্য পবিত্রা রিস্তা ২.০-তে দেখা যাচ্ছে তাকে। এছাড়াও কঙ্গনা রানাউতের সঙ্গে ‘মনিকর্ণিকা’ ছবিতে অভিনয় করেছেন।

    পবিত্র রিস্তা ২.০-র প্রোমশনের সময় এক সাক্ষাৎকারে অঙ্কিতা ভিকিকে নিয়ে মুখে খোলেন। বিয়ে ব্যাপারেও ইঙ্গিত দেন। অঙ্কিতা সেই সময় বলেছিলেন, ‘বিয়ে একটা খুব সুন্দর ব্যাপার। আমার বেশ ভালো লাগে বিয়ের সমস্ত কিছু। রাজস্থানি স্টাইলে বিয়ে করার ইচ্ছে আছে। যদিও এখনও কিছু ঠিক করিনি। হয়তো খুব জলদিই বিয়ে করব।’ 

    অঙ্কিতা বরাবই বলেছেন, জয়পুরে ডেস্টিনেশন ওয়েডিং করার ইচ্ছে রয়েছে তার। তাহলে কী রাজস্থানেই বসতে চলেছে অঙ্কিতা-ভিকির বিয়ের আসর? তার জন্যে আরও কয়েকদিনের অপেক্ষা করতেই হবে ‘ViAnk’ অনুরাগীদের।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ