ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • আওয়ামী সরকারের আমলে যেসব কর্মকাণ্ড নির্বাচন ব্যবস্থা কলুষিত করে ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক প্রেমিকের সঙ্গে অভিমান করে নদীতে ঝাঁপ বিএম কলেজ শিক্ষার্থীর জাপা নেতাদের প্রার্থিতা বাতিলের দাবি, জুলাই ঐক্যের কর্মসূচি ঘোষণা ইরানে নিস্তেজ হয়ে পড়ছে বিক্ষোভ, সরকারের পক্ষে বিশাল সমাবেশ গৌরনদীতে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে কিশোরীর মরদেহ উদ্ধার আগৈলঝাড়ায় সরকারী অফিসের প্রবেশ পথে চেয়ার-টেবিল ও রশি টানিয়ে অফিস করছেন কর্মকর্তা  মঠবাড়িয়ায় স্বেচ্ছাশ্রমে ৭৫ ফুট দীর্ঘ ব্রিজ নির্মাণ দণ্ডিত ২৫ বাংলাদেশিকে ক্ষমা করলেন আমিরাতের প্রেসিডেন্ট বিক্ষোভে উত্তাল ইরান, নিহত অন্তত ১৯২
  • সিগারেট না দেয়ায় নির্মাণ শ্রমিককে মারধর: প্রকৌশলী ক্লোজড

    সিগারেট না দেয়ায় নির্মাণ শ্রমিককে মারধর: প্রকৌশলী ক্লোজড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিগারেট কিনে না দেওয়ায় বরগুনার পাথরঘাটায় ঠিকাদার প্রতিনিধি নির্মাণ শ্রমিক শেখর হাওলাদারকে ভাড়াটে বাহিনী দিয়ে মারধরের ঘটনায় এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো. রাকিবুল ইসলামকে প্রকল্প সাইড থেকে ক্লোজড করা হয়েছে। 

    এছাড়াও পাথরঘাটা স্টেশন থেকে  তাৎক্ষণিক বদলি করে বরগুনা সদর কার্যালয় সংযুক্ত দেয়া হয়েছে। রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা প্রকৌশলী চন্দন কুমার। 

    এর আগে গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার পশ্চিম হাড়িটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় জেলা নির্বাহী প্রকৌশলী এসকে আরিফুল ইসলাম তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন।

     এরা হলেন পাথরঘাটা উপজেলা প্রকৌশলী চন্দন কুমার, জেলা সিনিয়র সহকারী প্রকৌশলী হোসেন আলী মীর, সহকারী প্রকৌশলী কাজী ইমামুল হক।  জেলা সিনিয়র সহকারী প্রকৌশলী হোসেন আলী মীর জানান তদন্তে মারধরের ঘটনার সত্যতা পেয়েছি। লিখিত বক্তব্য নেয়া হয়েছে। দুএকদিনের মধ্যেই রিপোর্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেয়া হবে। 

    খোঁজ নিয়ে জানা যায় বৃহস্পতিবার সকালে প্রকৌশলী রাকিবুল ইসলাম পশ্চিম হাড়িটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে যান। সেখানে ঠিকাদারের ম্যানেজার শেখর হাওলাদারকে তার জন্য এক প্যাকেট সিগারেট নিয়ে আসতে বলেন। শেখর প্রথমে অপারগতা প্রকাশ করে। তবে পওে প্রকৌশলীর কথা রাখতে তিনি এক প্যাকেট সিগারেট কিনে নিয়ে আসেন। 

    তবে ম্যানেজার শেখর হাওলাদার তার এক নির্মাণ শ্রমিকের জন্য ওই শ্রমিকেরই অনুরোধে প্রকৌশলীর কাছে একটি সিগারেট চান। এতে প্রকৌশলী ক্ষিপ্ত হয়ে গালিগালাজ ও হুমকি দিয়ে চলে যান। ঘটনার পর রাত ১১ টার দিকে ওই উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল ইসলামসহ আরও ৮-৯ জন তিনটি মটরসাইকেলে স্কুলে প্রবেশ করে ম্যানেজার শেখরকে কিল, ঘুষি থাপ্পড়সহ লাঠি দিয়ে বেধড়ক পেটান। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।  শেখর আরোও জানান, প্রকৌশলী রাকিবুল ইসলাম দুই-তিন দিন পরপর নির্মাণস্থলে গিয়ে আমাদের কাছ থেকে তিনি টাকা ও সিগারেট নিয়ে আসেন।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ