ঢাকা সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক প্রেমিকের সঙ্গে অভিমান করে নদীতে ঝাঁপ বিএম কলেজ শিক্ষার্থীর জাপা নেতাদের প্রার্থিতা বাতিলের দাবি, জুলাই ঐক্যের কর্মসূচি ঘোষণা ইরানে নিস্তেজ হয়ে পড়ছে বিক্ষোভ, সরকারের পক্ষে বিশাল সমাবেশ গৌরনদীতে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে কিশোরীর মরদেহ উদ্ধার আগৈলঝাড়ায় সরকারী অফিসের প্রবেশ পথে চেয়ার-টেবিল ও রশি টানিয়ে অফিস করছেন কর্মকর্তা  মঠবাড়িয়ায় স্বেচ্ছাশ্রমে ৭৫ ফুট দীর্ঘ ব্রিজ নির্মাণ দণ্ডিত ২৫ বাংলাদেশিকে ক্ষমা করলেন আমিরাতের প্রেসিডেন্ট বিক্ষোভে উত্তাল ইরান, নিহত অন্তত ১৯২ বাউফলে দুই বান্ধবীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের মা গ্রেফতার
  • সুপারভাইজারকে মারধর

    ঝালকাঠির ৮ রুটে বাস বন্ধ

    ঝালকাঠির ৮ রুটে বাস বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যাত্রীবাহী বাসের সুপারভাইজারকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে ঝালকাঠির ৮রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার দুপুর ১টা থেকে বরিশাল রুপাতলী আন্ত:জেলা বাস টার্মিনালে মালিক-শ্রমিকদের নিজেদের দ্বন্দ্বে সকল রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিক ইউনিয়ন।

    এঘটনায় শ্রমিক ও মালিক পক্ষের দুজন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে ঝালকাঠি আন্ত:জেলা বাস ও মমিনিবাস মালিক সমিতির যুগ্ম সসাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ। তিনি বলেন, অনাকাঙ্খিত একটি ঘটনার কারনে আপাতত দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৮ রুটে বাস বন্ধ রয়েছে। আমরা মিমাংসার চেষ্টা করতেছি। 

    প্রত্যক্ষদর্শী শ্রমিক মেহেদী বলেন, বরিশাল-খুলনা রুটের সরাসরি বাস সার্ভিস "সোহাগ পরিবহনে" লোকাল যাত্রী উঠাচ্ছিলো। এসময় বরিশাল- পিরোজপুর রুটের লোকাল গাড়ী "সৌদিয়া পরিবহনের"  সুপারভাইজার সাইদুল ইসলাম (২৬) যাত্রী তুলতে বাধা দেয়। এ থেকে শুরু হয় দু'পক্ষের কথাকাটাকাটি। একপর্যায় সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে সৌদিয়া গাড়ির সুপারভাইজার  সাইদুলের একটি হাত ভেঙে যায়। এর পর দুপুর ১টা থেকে ঘটনার বিচার দাবিতে বরিশাল-ঝালকাঠি সহ ৮ রুটের সকল বাস বন্ধ করে দিয়েছে শ্রমিকের একটি অংশ।
    ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি আহত সাইদুল বলেন, 'ডাইরেক্ট গাড়ীতে লোকাল যাত্রী উঠতে বাধা দেয়ায় আমার উপর হামলা চালিয়েছে সোহাগ পরিবহনের ষ্টাফ শাহিন (২৫)'।  তবে এবিষয়ে বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে কোনো বক্তব্য দিতে কেউ রাজী নন।
    শনিবার বিকেল পর্যন্ত এর কোনো সুরাহা না হওয়ায় ভোগান্তিতে পরেছে যাত্রীরা। ঝালকাঠি থেকে বরিশালগামী যাত্রী সুলতান আহম্মেদ ৩৩) বলেন, নিজেদের তুচ্ছ ঘটনার জন্য আমাদের ভোগান্তির যেনো শেষ নেই। একই রুটের যাত্রী রুকাইয়া বেগম (৩৫) বলেন, বরিশাল মেডিক্যালে রোগী দেখতে রওনা হয়েছি বাসস্ট্যান্ড এসে শুনি বাস বন্ধ এখন অটোতে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হবে। অরেক যাত্রী জামাল হোসেন (৪০) বলেন ক'দিন পরপরই এই রুটে নিজেদের দন্দে বাস বন্ধ হয়। এর একটা স্থায়ী সমাধান দরকার।
    ঝালকাঠি আন্ত:জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মিলন মাহমুদ বাচ্চু বলেন, সন্ধ্যা সারে ৬টায় আমরা জরুরী সভা ডেকেছি। আশাকরি বিষয়টি সমাধান করা যাবে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ