ঢাকা বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট দীর্ঘ ৯ মাস অনুপস্থিত, প্রকৌশলীকে খুঁজতে থানায় জিডি সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান ঢাকা-বরিশাল মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় নিহত ৩ বরগুনা‍য় নারী কর্মীদের ধাওয়া, প্রতিবাদ করায় জামায়াত নেতার ওপর হামলা ১ কোটি লিটার সয়াবিন, ৪০ হাজার টন ইউরিয়া কিনবে সরকার নলছিটিতে প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবিতে বিক্ষোভ মঠবাড়িয়ায় অবৈধ ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা বোরহানউদ্দিনে মুক্তিপণের বিনিময়ে জিম্মি দশা থেকে মুক্তি পেলেন ৪ জেলে  আওয়ামী সরকারের আমলে যেসব কর্মকাণ্ড নির্বাচন ব্যবস্থা কলুষিত করে
  • আড়ালে সিদ্ধার্থের মৃত্যুর আসল কারণ?

    আড়ালে সিদ্ধার্থের মৃত্যুর আসল কারণ?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিগ বস জয়ী বলিউড অভিনেতা সিদ্ধার্থ শুক্লা হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) না ফেরার দেশে চলে গেছেন। অনুরাগীদের একাংশ ইতোমধ্যেই তরুণ অভিনেতার আকস্মিক মৃত্যুকে ‘খুন’ বলে চিহ্নিত করছেন। তারা মনে করছেন, সিদ্ধার্থের মৃত্যুর ‘আসল কারণ’ আড়াল করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

    বলিউড সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার (০১ সেপ্টেম্বর) রাতে ঘুমের আগে একটি ওষুধ খেয়েছিলেন সিদ্ধার্থ। সকালে সময়মতো না উঠায় এবং ডাকাডাকি করলে সাড়া না দেওয়ায় তাকে মুম্বাইয়ের কুপার হাসপাতালে নেওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পাশাপাশি জানিয়ে দেওয়া হয়, অভিনেতার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।
     
    সিদ্ধার্থের পরিবারের পক্ষ থেকেও জানানো হয়েছে, তার মৃত্যু কোনো অস্বাভাবিক কারণে হয়নি। কিন্তু অনুগামীদের দাবি অভিনেতাকে খুন করা হয়েছে। কিন্তু কুপার হাসপাতাল বলিউডের মানুষখেকো একটি হাসপাতাল বলে উল্লেখ করছেন তারা। হাসপাতালটির বিরুদ্ধে অনুগামীরা ক্ষোভ উগরে দিচ্ছেন।
     
     
    সিদ্ধার্থ শুক্লার মৃত্যু রহস্য উদঘানটে হাসপাতালের চিকিৎসক আর পরিচালকণ্ডলীর সদস্যদের ভূমিকা খতিয়ে দেখার দাবি উঠেছে। এক টুইটার ব্যবহারকারী কুপার হাসপাতাল নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন। অনেকেই বলছেন এই হাসরাতাল একটি রাক্ষুসে হাসপাতাল।
     
     
    এশিয়ানেট নিউজের প্রতিবেদনে জানা গেছে, বারবার একই ঘটনা ঘটছে কুপার হাসপাতালে। প্রথমে সুশান্ত সিং রাজপুত, আর এবার সিদ্ধার্থ শুক্লা। নেটিজেনরা বলছেন, সুশান্তের ক্ষেত্রে যে ঘটনা ঘটছে সিদ্ধার্থের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে।

     
     
    সিদ্ধার্থ শুক্লা ও সুশান্ত সিং রাজপুত দু’জনেই তরুণ অভিনেতা। দু’জনেই ছোটপর্দা থেকে উঠে এসে নিজের জায়গা তৈরি করে নিয়েছিলেন বড়পর্দায়। দু’জনেই আচমকা পৃথিবী ছেড়ে চলে গেলেন। দুই অভিনেতার এই সাদৃশ্যগুলো চমকে দিচ্ছে অনুরাগীদের। ফলে সিদ্ধার্থের মৃত্যুর দিন শিরোনামে সুশান্ত সিংহ রাজপুত। শুধু সুশান্ত নয়, নেটমাধ্যমে সব চেয়ে চর্চিত বিষয় মুম্বাইয়ের কুপার হাসপাতাল।
     
     
    ঘটনাচক্রে দুই অভিনেত্রীর মৃত্যু নিয়ে এখন প্রচুর প্রশ্ন, সন্দেহ বাসা বেঁধে আছে অনুরাগীদের মনে। ফলে সুশান্তের মৃত্যুর পরেও এই হাসপাতালকে নিয়ে যেমন জল্পনা মাথাচাড়া দিয়ে উঠেছিল, ঠিক তেমনই এক বছর পরে সিদ্ধার্থের আকস্মিক মৃত্যুর থিতিয়ে পড়া সেই জল্পনাকেই যেন আরও উস্কে দিল।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ