ঢাকা বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট দীর্ঘ ৯ মাস অনুপস্থিত, প্রকৌশলীকে খুঁজতে থানায় জিডি সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান ঢাকা-বরিশাল মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় নিহত ৩ বরগুনা‍য় নারী কর্মীদের ধাওয়া, প্রতিবাদ করায় জামায়াত নেতার ওপর হামলা ১ কোটি লিটার সয়াবিন, ৪০ হাজার টন ইউরিয়া কিনবে সরকার নলছিটিতে প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবিতে বিক্ষোভ মঠবাড়িয়ায় অবৈধ ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা বোরহানউদ্দিনে মুক্তিপণের বিনিময়ে জিম্মি দশা থেকে মুক্তি পেলেন ৪ জেলে  আওয়ামী সরকারের আমলে যেসব কর্মকাণ্ড নির্বাচন ব্যবস্থা কলুষিত করে
  • মুলাদীতে এসএসসি পরীক্ষার্থীর ওপর হামলা, বিচারের দাবিতে মানববন্ধন

    মুলাদীতে এসএসসি পরীক্ষার্থীর ওপর হামলা, বিচারের দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুলাদীতে এক এসএসসি পরীক্ষার্থী ও তার পরিবারের ওপর হামলা চালিয়ে বাড়ী ঘর ভাচুর করা হয়ছে। অভিযোগ ও ঘটনার বিবরণে জানা যায় উপজেলার সদর ইউনিয়নের চরলক্ষীপুর গ্রামের শাহিন হাওলাদারের ছেলে এসএসসি পরীক্ষার্থী তুরান হাওলাদারের ওপর এ হামলা চালানো হয়।  এতে তুরান হাওলাদার ও মা মাহামুদা বেগম আহত হয়। 


    শাহিন হাওলাদার জানান তার ছেলে স্থানীয় চরলক্ষ্মীপুর বোর্ড স্কুলে পড়া লেখা করে ঐ খানে দুই পক্ষের মাঝে ঝগড়া বিবাদ হয়। আমার ছেলে তাদেরকে নিভৃত করার চেষ্টা করে এতে ক্ষিপ্ত হইয়া ৮ ফেব্রুয়ারী সকাল ১০ টায় ৩/৪টি মটরসাইকেল যোগে আমার বসত বাড়ীতে প্রবেশ করে ছেলে ও স্ত্রীকে মেরে আহত করে এবং ঘরবাড়ী ভাংচুর করে সন্ত্রাসী সাকিব সরদার, সুজন চৌকিদার, হাসান বাঘা, আতিক খান সহ ১০/১২ জনের একটি দল। 


    ছেলেকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসান বাঘা নামে একজনকে স্থানীয় লোকজন ও পথচারীরা আমার ঘরে হামলারত অবস্থায় ধরে ফেলে এতে সেও আহত হয়। 


    হামলার ঘটানায় রোববার  স্কুলের সহপাঠী ও এলাকাবাসী উদ্যেগে বেলা ১১টায় বিদ্যালয় সংলগ্ন মুলাদী মীরগঞ্জ মহা সড়কে  সন্ত্রাসীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।  এতে মুলাদী উপজেলা ছাত্রদলের সভাপতি মহিউদ্দিন ঢালী, সম্পাদক বেল্লাল সরদার সহ স্থানীয় লোকজন সহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।  

    এ বিষয় শাহিন হাওলাদার বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করছে। অপরদিকে হামলায় অংশ গ্রহণকারী আহত হাসান বাঘা ঘটনা সত্যতা স্বীকার করেছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ