ঢাকা বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট দীর্ঘ ৯ মাস অনুপস্থিত, প্রকৌশলীকে খুঁজতে থানায় জিডি সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান ঢাকা-বরিশাল মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় নিহত ৩ বরগুনা‍য় নারী কর্মীদের ধাওয়া, প্রতিবাদ করায় জামায়াত নেতার ওপর হামলা ১ কোটি লিটার সয়াবিন, ৪০ হাজার টন ইউরিয়া কিনবে সরকার নলছিটিতে প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবিতে বিক্ষোভ মঠবাড়িয়ায় অবৈধ ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা বোরহানউদ্দিনে মুক্তিপণের বিনিময়ে জিম্মি দশা থেকে মুক্তি পেলেন ৪ জেলে  আওয়ামী সরকারের আমলে যেসব কর্মকাণ্ড নির্বাচন ব্যবস্থা কলুষিত করে
  • বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

    বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিচারবহির্ভূত হত্যা, মব জাস্টিস ও শিক্ষাঙ্গনে সব ধরনের নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা।

    কর্মসূচি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।  

    মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুজয় শুভ বলেন, নিপীড়নবিহীন সমাজ গঠন করতে গিয়ে আজ আমরাই নিপীড়ক হয়ে গেলাম। একজন মানুষকে কীভাবে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হলো, তা সারা বাংলার মানুষ দেখেছে।  

    তিনি বলেন, শুধু ক্যাম্পাসে নয়, ৫৬ হাজার বর্গমাইলে কোথাও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটালে তা ছাত্রসমাজ কঠোর হস্তে দমন করবে। বৈষম্যহীন যে সমাজের জন্য ছাত্ররা রক্ত দিয়েছে, তা বৃথা হতে দেব না। নতুন কোনো স্বৈরাচারের জায়গা দেওয়ার জন্য আমরা স্বৈরাচারের পতন ঘটাইনি। বিচারবহির্ভূত সব হত্যার ঘটনায় প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে দোষীদের আইনের আওতায় এনে বিচার করতে হবে।

    মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শাওনুর রহমান শাওন সঞ্চালনায় বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভূমিকা সরকার, ইতিহাস বিভাগের মোশাররফ, হাসিবুল ইসলাম হাসিব, আইন বিভাগের শিক্ষার্থী শহিদুল ইসলাম শাহেদ প্রমুখ।

    এ সময় ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী খাজা আহমেদ বলেন, একজন মানুষ যে রাজনৈতিক বা ধর্মীয় বিশ্বাসের অধিকারী হোক না কেন, তাকে পিটিয়ে মেরে ফেলার মতো অধিকার কেউ রাখে না। আওয়ামী সরকারের দুঃশাসনামলে যে সিলসিলা তৈরি হয়েছিল, নতুন বাংলাদেশে তার বিস্তার ঘটতে দেওয়া যাবে না।

    বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোশাররফ হোসাইন বলেন, আমরা আমাদের সহপাঠী, ভাই-বোন ও বন্ধুদের বলতে চাই, এভাবে বিচারবহির্ভূত হত্যা কোনোভাবেই মানা যায় না। আমাদের দাবি থাকবে, কেউ যদি কোনো অন্যায় করে, তার বিচার করবে প্রশাসন। প্রয়োজনে শিক্ষার্থীরা প্রশাসনকে সাহায্য করবে। কিন্তু কোনোভাবেই মব জাস্টিস মেনে নেওয়া হবে না।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ