ঢাকা বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট দীর্ঘ ৯ মাস অনুপস্থিত, প্রকৌশলীকে খুঁজতে থানায় জিডি সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান ঢাকা-বরিশাল মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় নিহত ৩ বরগুনা‍য় নারী কর্মীদের ধাওয়া, প্রতিবাদ করায় জামায়াত নেতার ওপর হামলা ১ কোটি লিটার সয়াবিন, ৪০ হাজার টন ইউরিয়া কিনবে সরকার নলছিটিতে প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবিতে বিক্ষোভ মঠবাড়িয়ায় অবৈধ ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা বোরহানউদ্দিনে মুক্তিপণের বিনিময়ে জিম্মি দশা থেকে মুক্তি পেলেন ৪ জেলে  আওয়ামী সরকারের আমলে যেসব কর্মকাণ্ড নির্বাচন ব্যবস্থা কলুষিত করে
  • অর্থাভাবে চিকিৎসা না পেয়ে হতাশ পরিবার 

    বরিশালে যন্ত্রণায় কাতরাচ্ছে আন্দোলনে গুলিবিদ্ধ আবদুল্লাহ

    বরিশালে যন্ত্রণায় কাতরাচ্ছে আন্দোলনে গুলিবিদ্ধ আবদুল্লাহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট বরিশাল নগরীর চৌমাথা এলাকায় পুলিশের ছররা গুলিতে আবদুল্লাহর ডান হাতসহ শরীরের বিভিন্ন অংশ ঝাঁজরা হয়ে গেছে। 

    সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, অর্থাভাবে চিকিৎসা না পেয়ে নগরীর চৌমাথা নবগ্রাম রোড এলাকার হাওলাদার বাড়ির বাসিন্দা ইউসুফ হাওলাদারের ছেলে ও সদর রোডের গীর্জা মহল্লা লেচুশাহ আলিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী আবদুল্লাহ বাড়িতে অসুস্থ অবস্থায় প্রচণ্ড যন্ত্রণায় এবং শ্বাস কষ্ট নিয়ে বিছানায় কাতরাচ্ছেন। 
     
    আহত আবদুল্লাহ বলেন, ছাত্র আন্দোলনের শুরু থেকেই আমি অংশ নিয়েছিলাম। গত ৪ আগস্ট চৌমাথা এলাকায় শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ এসে নির্বিচারে গুলি চালায়। এসময় ছাত্রদের সাথে সংঘর্ষ বেধে যায়। পুলিশের ছোড়া গুলি আমার শরীরে এসে লাগলে মুহূর্তের ভিতরে জ্ঞান হারিয়ে ফেলি। 

    আবদুল্লাহর মা লাকী বেগম জানান, ৪ আগস্ট পুলিশের ছররা গুলিতে রক্তাক্ত অবস্থায় আবদুল্লাহকে তাঁর সহপাঠীরা শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঐ দিন রাতে আমি জানতে পারি।  জানায়। ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর হাসপাতালের ডাক্তারও হারিয়ে গেছেন। সঠিক চিকিৎসা না দিয়ে ভর্তি হওয়ার চারদির পর এক ডাক্তার এসে ছেলের নাম কেটে দেয়। ছেলের চিকিৎসা সেবা ঠিকমতো পায়নি। 

    তিনি বলেন, ওর বাবা পান সিগারেট বিক্রি করে। তার টাকা দিয়ে বাসায় নিয়ে কোন রকম চিকিৎসা চালাচ্ছি। আব্দুল্লাহর ডান হাত লাড়াতে পারে না ও কিছু খেতে পারছে না। গলাসহ শরীরে বিভিন্ন অংশে পুলিশের ছররা গুলি ঢুকে রয়েছে। 

    সদর রোডের এ্যাপোল ও ইসলামিয়া হাসপাতালে নিলেও কোন ডাক্তার চিকিৎসা না করে সময় দিয়ে দিচ্ছেন। তিনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে দাবি জানান, একটি তাজা প্রাণ ঝড়ে যাওয়ার আগে সরকারি সহায়তায় তাঁর চিকিৎসার ভার নেওয়া হোক।

    বরিশালের সমন্বায়ক শহিদুল ইসলাম শাহিদ বলেন, খোঁজ খবর নিয়ে আমরা চিকিৎসাসহ সকল বিষয়ে সহযোগীতা করবো। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ