ঢাকা বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট দীর্ঘ ৯ মাস অনুপস্থিত, প্রকৌশলীকে খুঁজতে থানায় জিডি সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান ঢাকা-বরিশাল মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় নিহত ৩ বরগুনা‍য় নারী কর্মীদের ধাওয়া, প্রতিবাদ করায় জামায়াত নেতার ওপর হামলা ১ কোটি লিটার সয়াবিন, ৪০ হাজার টন ইউরিয়া কিনবে সরকার নলছিটিতে প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবিতে বিক্ষোভ মঠবাড়িয়ায় অবৈধ ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা বোরহানউদ্দিনে মুক্তিপণের বিনিময়ে জিম্মি দশা থেকে মুক্তি পেলেন ৪ জেলে  আওয়ামী সরকারের আমলে যেসব কর্মকাণ্ড নির্বাচন ব্যবস্থা কলুষিত করে
  • বরিশালে পেশাগত দায়িত্ব পালনের সময় তিন সাংবাদিককে মারধর

    বরিশালে পেশাগত দায়িত্ব পালনের সময় তিন সাংবাদিককে মারধর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ার খবরে ছাত্র-জনতার আনন্দ উল্লাসের সংবাদ সংগ্রহের সময় বরিশালে তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে।

    সোমবার (৫ আগস্ট) বিকেলে নগরীর সদর রোডে এই হামলার ঘটনা ঘটে। আহত তিন সাংবাদিককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।


    আহত সাংবাদিকরা হলেন, দৈনিক যুগান্তর ও এনটিভির বরিশাল ব্যুরো প্রধান আকতার ফারুক শাহিন, দীপ্ত টেলিভিশনের ক্যামেরাপার্সন শফিকুর রহমান ও স্থানীয় দৈনিক মতবাদ পত্রিকার আলামিন সাগর।

    আহত সূত্রে জানা যায়, সদর রোডে সমবেত জনতা মিছিল করছিল। ওখানেই পেশাগত দায়িত্ব পালন করছিলেন আকতার ফারুক শাহিন, শফিকুর রহমান ও আলামিন সাগর। এ সময় কয়েকজন যুবক লাঠিসোঁটা দিয়ে হামলা করে।

    যুগান্তরের ব্যুরো রিপোর্টার মাসুদ জানান, সদর রোডে সংবাদ সংগ্রহের কাজ করছিলেন আকতার ফারুক শাহিন। এ সময় হঠাৎ করেই কিছু যুবক অতর্কিত হামলা চালায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

    দীপ্ত টেলিভিশনের ব্যুরো প্রধান মর্তুজা জুয়েল বলেন, আমরা সদর রোডে কাজ করছিলাম। এ সময় কয়েকজন এসে আমার সঙ্গে থাকা ক্যামেরাপার্সন শফিকুর রহমানকে দেখিয়ে বলে ও ছাত্রলীগ কর্মী। আমরা সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তারা শফিককে মারধর করে।

    দৈনিক মতবাদ পত্রিকার আলামিন সাগর বলেন, অশ্বিনী কুমার হলের সামনের মিছিল ও জনতার উল্লাসের ছবি তুলছিলাম। হঠাৎ কয়েকজন যুবক এসে আমাকে মারধর শুরু করে। তারা বলে আমি নাকি ছাত্রলীগ কর্মী।


    এছাড়াও নগরীর নথুল্লাবাদে মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর একটি ভবনে অগ্নিসংযোগ করে ভাঙচুর চালানো হয়। এ ছাড়া বিভিন্ন স্থানে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে বাধা ও লাঞ্ছিত হওয়ার খবর পাওয়া গেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ