ঢাকা রবিবার, ২৯ জুন ২০২৫

Motobad news

‘যুদ্ধে ইউক্রেনের ১৩ হাজার সৈন্য নিহত’

‘যুদ্ধে ইউক্রেনের ১৩ হাজার সৈন্য নিহত’
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

রাশিয়ার সঙ্গে যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের ১৩ হাজার সৈন্য প্রাণ হারিয়েছেন বলে দাবি করছেন দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা। আজ শুক্রবার সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনীয় টিভি আউটলেট চ্যানেল ২৪-এর সঙ্গে আলাপকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক বলেন, ‘নিহতের সংখ্যা নিয়ে খোলাখুলি কথা বলছে কিয়েভ। আমাদের জেনারেল স্টাফ ও কমান্ডার ইন চিফের মাধ্যমে পাওয়া অফিসিয়াল পরিসংখ্যান রয়েছে। সে অনুযায়ী ১০ হাজার থেকে সাড়ে ১২ অথবা ১৩ হাজার সৈন্য নিহত হয়েছেন। এ ছাড়া নিহত বেসামরিক নাগরিকের সংখ্যাও কম নয়।’

তবে পোদোলিয়াকের দেওয়া এ তথ্য দেশটির সামরিক বাহিনীর মাধ্যমে নিশ্চিত করা হয়নি বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে গত জুনে পোদোলিয়াক বলেছিলেন, যুদ্ধে প্রতিদিন ১০০ থেকে ২০০ জন সৈন্য প্রাণ হারাচ্ছেন।

বিবিসি নিউজের পক্ষ থেকে এর আগে বলা হয়েছিল, জুনের মাঝামাঝি পর্যন্ত ৩ হাজার ৬০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ সংখ্যা এখন আশঙ্কাজনক হারে বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, গত মাসে মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ জেনারেল মার্ক মিলি বলেছিলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে প্রায় এক লাখ রুশ সেনা এবং এক লাখ ইউক্রেনীয় সেনা হতাহত হয়েছেন।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন