ঢাকা শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান ভোটকেন্দ্রে সন্ত্রাস, জাল ভোট ও অস্ত্র প্রদর্শন রোধে ইসির কঠোর নির্দেশ বিড়িতে সুখটান দেওয়া বক্তব্যের ব‍্যাখ‍্যা দিলেন ফয়জুল হক ‘বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে’ বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হলেন নাজিমুদ্দিন আলম ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: জামায়াত   ইরানের মাশহাদ বিক্ষোভকারীদের দখলে, ভিডিও পোস্ট করে ট্রাম্পের দাবি বরিশালের বহিষ্কৃত ১২ নেতা-নেত্রীকে পদে ফেরাল বিএনপি রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান ভোলায় ঘন কুয়াশায় মরে যাচ্ছে ধানের চারা, দুশ্চিন্তায় কৃষকরা
  • হাসপাতালে বৃদ্ধাকে রেখে পালাল স্বজনরা

    হাসপাতালে বৃদ্ধাকে রেখে পালাল স্বজনরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বয়সের ভারে সাড়া দেয় না শরীর। তার ওপর অসুস্থ দীর্ঘদিন ধরে। এমতাবস্থায় আনুমানিক ৭০ বছর বয়সি সেই বৃদ্ধাকে হাসপাতালের নিচতলায় ফেলে রেখে গেছে স্বজনরা। দীর্ঘ চার সপ্তাহ ধরে হাসপাতালে রয়েছেন ওই বৃদ্ধা। কিন্তু দীর্ঘ সময়েও খোঁজ নিতে আসেনি কেউ। নিজের নাম অথবা বাড়ি কোথায় কিংবা পরিবারের সদস্যের নাম কিছুই বলতে পারছেন না ওই বৃদ্ধা।

    অমানবিক এ ঘটনাটি ভোলার চরফ্যাশন উপজেলার। অজ্ঞাতনামা ওই বৃদ্ধা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪০৫ নম্বর কেবিনে রয়েছেন।

    এদিকে, কেবিনে থাকা ওই বৃদ্ধার শরীর থেকে ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ। যার ফলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা পড়ছেন বিব্রতকর অবস্থায়।

    হাসপাতাল সূত্রে জানা যায়, প্রায় চার সপ্তাহ আগে কে বা কারা অজ্ঞাতনামা এই বৃদ্ধাকে হাসপাতালের নিচতলায় ফেলে রেখে যায়। পরে লোকজনের সহায়তায় তাকে চারতলার ৪০৫ নম্বর কেবিনে রাখা হয়। তখন থেকেই চলে আসছে তার চিকিৎসা। অজ্ঞাতনামা এ বৃদ্ধাকে তার পরিচয় বা আত্মীয-স্বজন সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি কিছুই বলতে পারেন না।

    পাশের কেবিনে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজন বলেন, ‘আজ কয়েকদিন হলো হাসপাতালে আমার রোগীকে নিয়ে আছি। জীর্ণ-শীর্ণ শরীর নিয়ে এই বয়স্ক নারী কেবিনে আছেন। চলাফেরা করতে পারছেন না। কাউকে চিনছেন না। কোনো কথাও বলতে পারছেন না। হাসপাতালের নার্সরা তাদের ব্যস্ততার ফাঁকে ফাঁকে এ নারীর দিকে নজর রাখছেন। তার শরীরে মাছি পোকামাকড় বাসা বাঁধছে। চারদিকে ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ।’

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শোভন কুমার বসাক বলেন, ‘বিষয়টা অত্যন্ত দুঃখজনক। একজন বয়স্ক নারী দীর্ঘদিন এভাবে হাসপাতালে আছে, তার কোনো আত্মীয-স্বজনকে খুঁজেও পাচ্ছি না। বৃদ্ধার বার্ধক্যজনিত সমস্যা ছাড়া তেমন উল্লেখযোগ্য রোগ নেই।’

    এ চিকিৎসক আরও বলেন, ‘বর্তমানে বৃদ্ধার মানসিক অবস্থা ঠিক রাখতে প্রয়োজন স্বজনদের। উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে। তিনি ব্যবস্থা করবেন বলে হাসপাতাল কর্তৃপক্ষকে আশ্বস্ত করেছেন।’

    উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেন বলেন, ‘আমরা নাম পরিচয়হীন বৃদ্ধার আত্মীয-স্বজনকে খুঁজে পেতে চেষ্টা করছি। পাশাপাশি বরিশালে দুটি বৃদ্ধাশ্রমে বলেছি। তারা আমাদেরকে বলেছে, শিগগিরই রেস্কিউ টিম পাঠাবে।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ