ঢাকা শনিবার, ২৮ জুন ২০২৫

Motobad news

টুর্নামেন্ট সেরার লড়াইয়ে যারা

টুর্নামেন্ট সেরার লড়াইয়ে যারা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দেখতে দেখতে টি-টোয়েন্টি বিশ্বকাপ দোরগোড়ায় পৌঁছে গেছে। আগামীকাল রোববার মেলবোর্নে ইংল্যান্ড-পাকিস্তান নামবে ফাইনালের মঞ্চে। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে টুর্নামেন্টের সেরার লড়াইয়ে কারা আছেন তা জানিয়ে দিল আইসিসি।

এ নিয়ে ৯ জনের প্রাথমিক তালিকায় প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। যেখানে ইংল্যান্ডের আছেন সর্বোচ্চ ৩ জন। ভারত ও পাকিস্তানের দু'জন করে ক্রিকেটার লড়াইয়ে রয়েছেন। নিচে দেখে নিন কারা রয়েছেন এই তালিকায়।

বিরাট কোহলি: ফাইনালের আগে পর্যন্ত চলতি টি-২০ বিশ্বকাপে সব থেকে বেশি ব্যক্তিগত রান সংগ্রহ করেছেন বিরাট কোহলি। ৬টি ম্যাচে ৯৮.৬৬ গড়ে ২৯৬ রান রয়েছে তার ঝুলিতে। স্ট্রাইক-রেট ১৩৬.৪০। ৪টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। চার মেরেছেন ২৫টি। ছক্কা হাঁকিয়েছেন ৮টি।

সূর্যকুমার যাদব: ফাইনালের আগে পর্যন্ত টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হলেন সূর্যকুমার যাদব। ৬ ম্যাচে ৫৯.৭৫ গড়ে ২৩৯ রান সংগ্রহ করেছেন তিনি। স্ট্রাইক-রেট ১৮৯.৬৮। ৩টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। মেরেছেন ২৬টি চার ও ৯টি ছক্কা।

শাদাব খান: ৬ ম্যাচে ১০টি উইকেট নিয়েছেন শাদব খান। ফাইনালের আগে পর্যন্ত এবারের বিশ্বকাপে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় যুগ্মভাবে ৫ নম্বরে রয়েছেন তিনি। এছাড়া ১টি অর্ধশতরান-সহ ২৬.০০ গড়ে ৭৮ রান সংগ্রহ করেছেন শাদব।

শাহিন শাহ আফ্রিদি: শাদবের মতো তিনিও ৬ ম্যাচে ১০টি উইকেট নিয়েছেন। ওভার প্রতি মাত্র ৬.১৭ রান খরচ করেছেন তিনি। সেরা বোলিং পারফরম্যান্স ২২ রানে ৪ উইকেট।

স্যাম কারান: ইংল্যান্ডের স্যাম কারান ৫ ম্যাচে ১০টি উইকেট সংগ্রহ করেছেন। ওভার প্রতি ৭.২৮ রান খরচ করেছেন তিনি। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত একমাত্র কারানই ইনিংসে ৫টি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। আফগানিস্তানের বিপক্ষে পার্থে মাত্র ১০ রানের বিনিময়ে ৫ উইকেট নেন কারান।

জস বাটলার: ৫ ম্যাচে ৪৯.৭৫ গড়ে ১৯৯ রান সংগ্রহ করেছেন। স্ট্রাইক-রেট ১৪৩.১৬। ২টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। ব্রিটিশ দলনায়ক ২১টি চার ও ৬টি ছক্কা মেরেছেন।

অ্যালেক্স হেলস: ৫ ম্যাচে ৫২.৭৫ গড়ে ২১১ রান সংগ্রহ করেছেন। স্ট্রাইক-রেট ১৪৮.৫৯। তিনি হাফ-সেঞ্চুরি করেছেন ২টি। মেরেছেন ১৯টি চার ও ১০টি ছক্কা।

সিকান্দার রাজা: ব্যাটে-বলে নজর কেড়েছেন চলতি বিশ্বকাপে। তিনি ৮ ম্যাচে ২৭.৩৭ গড়ে ২১৯ রান সংগ্রহ করেছেন। স্ট্রাইক-রেট ১৪৭.৯৭। এছাড়া বল হাতে ১০টি উইকেটও নিয়েছেন সিকন্দর। ওভার প্রতি ৬.৫০ রান খরচ করেছেন তিনি।

ওয়ানিন্দু হাসারাঙ্গা: এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি। তিনি ৮ ম্যাচে ১৫টি উইকেট নিয়েছেন। ওভার প্রতি ৬.৪১ রান খরচ করেছেন সিংহলি তারকা।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন