ঢাকা রবিবার, ২৯ জুন ২০২৫

Motobad news

বরগুনায় দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

বরগুনায় দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনায় বেসরকারী উন্নয়ন সহযোগী সংগঠন সংগঠিত গ্রামোন্নয়ন কর্মসূচী) সংগ্রামের উদ্যোগে ২৯ জন অতি দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থ শিক্ষা বৃত্তি প্রদান করে। 

বুধবার বেলা ১১টায় শহীদ স্মৃতি সড়কে সংগ্রামের প্রধান কার্যালয়ে বৃত্তি প্রদান অনুষ্টানে সভাপতিত্ব করেন সংগ্রামের নির্বাহী পরিচালক চৌধুরী মো. মনির।

প্রধান অতিথি ছিলেন বরগুনা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মতিয়ার রহমান। আলোচনায় অংশ গ্রহন করেন সংগ্রামের প্রতিষ্ঠাতা চৌধুরী মো. মাসুম, লেমুয়া ফজলুল হক ডিগ্রী কলেজের অধ্যক্ষ জিয়াউল করিম, সাংবাদিক মো. হাসানুর রহমান, শেরে-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী মো. ইসমাইল হোসেন প্রমুখ।

পিকেএসএফের সহায়তায় এবং নিজস্ব তহবিল থেকে সংগ্রাম ২০১২ সাল থেকে অতি দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের মধ্য হতে বাছাই করে বছরে ১৮ হাজার থেকে ১২ হাজার টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করে আসছে। ২০২২ সালে পিকেএসএফের সহায়তায় ২৭ জনকে এবং সংগ্রামের তহবিল থেকে ২ জনসহ মোট ২৯ জনকে ১ লক্ষ ৬৬ হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়। ২০১২ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ৫০১ জন শিক্ষার্থীকে ৬৭ লক্ষ ৪৫ হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন