কাঠালিয়ায় ইউএনওকে সংবর্ধনা


ঝালকাঠির কাঠালিয়ায় বিদায়ী ইউএনও সুফল চন্দ্র গোলদার ও নবাগত ইউএনও মো. মিজানুর রহমানেক সংবর্ধনা দেয়া হয়েছে।
রবিবার বিকেল ৫ টায় উপজেলা অডিটোরিয়ামে এ সংবর্ধনা দেয়া হয়। কাঠালিয়া উপজেলা পরিষদের উদ্যােগে সংবর্ধনায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হক মনির।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মো. মুরাদ আলী, ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, মোসাঃ ফাতেমা খানম, ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন, মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, মো. আমিরুল ইসলাম ফোরকান সিকদার, মো. মিঠু সিকদার, শিশির দাস, মো. হারুন অর রশিদ, কাঠালিয়ায় প্রেসক্লাবের সভাপতি মো. কাজল সিকদার, উপজেলা সমাজ সেবা অফিসার এস এম দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি অফিসার মো. শহীদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইদ আহমেদ জিসান সিকদার, সাধারণ সম্পাদক মো. মাসুদ খান, কাঠালিয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. আজিম সিকদার, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. মঞ্জুরুল কবির পারভেজ, সাংবাদিক মো. আব্দুল হালিম, মো. ফারুক হোসেন খান, কাঠালিয়া সাংবাদিক ক্লাবের সভাপতি আসাদুজ্জামান সোহাগ ইউপি সদস্য এইচ এম নাসির উদ্দিন আকাশ, মো. শহীদুল আলম, মো. সরোয়ার হোসেন সিকদার, মো. খাইরুল আমিন ছগির, মো. মাছুম বিল্লাহ জুয়েল, মো. সাকিবুজ্জামান সবুর, মুক্তিযোদ্ধা, শিক্ষক, গন্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আইসিটি কর্মকর্তা অতনু কিশোর দাস মুন।
এইচকেআর
