ঝালকাঠিতে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত


ঝালকাঠিতে বর্নাঢ্য আয়োজনে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন হচ্ছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যায়ল চত্বর থেকে বর্নাঢ্য মঙ্গলশোভা যাত্রা বের হয়।
বাঙালি সংস্কৃতির নানা অনুসঙ্গ নিয়ে শোভাযাত্রায় হাজারো মানুষ সমবেত হয়। শোভাযাত্রাটি শহর ঘুরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এসে শেষ হয়।
জেলা প্রশাসক মো. আলী, পৌরসভার মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
এমইউআর
