ঢাকা সোমবার, ২১ জুলাই ২০২৫

Motobad news

পবিপ্রবির আইন ও ভূমি প্রশাসন অনুষদের ওরিয়েন্টেশন ক্লাস সম্পন্ন

 পবিপ্রবির আইন ও ভূমি প্রশাসন অনুষদের ওরিয়েন্টেশন ক্লাস সম্পন্ন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আইন ও ভূমি প্রশাসন অনুষদের ওরিয়েন্টেশন ক্লাস সম্পন্ন হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টায় এই ক্লাশ শুরু হয়। ওরিয়েন্টেশন ক্লাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. পূর্ণেন্দু বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন আইন ও ভূমি প্রশাসন অনুষদের শিক্ষকবৃন্দ-সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রহিম, সহকারী অধ্যাপক রেজাউল ইসলাম মাসুম, সহকারী অধ্যাপক আরিফ উদ্দীন, সহকারী অধ্যাপক আশিকুর রহমান,  সহকারী অধ্যাপক মুহাইমিনুল আলম ফাইয়াজ ও সহকারী অধ্যাপক মোঃ রহমত সরকার। এছাড়াও অনুষ্ঠানের নবীন শিক্ষার্থী ও অনুষদের অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কুরআন তিলাওয়াত ও  গীতা পাঠের মাধ্যমে। অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড. পূর্ণেন্দু বিশ্বাস নবীনদেরকে ফুল দিয়ে বরণ করে নেন। সভাপতি তার বক্তব্যে বলেন, ‘তোমরা নবীনরা যারা আইন ও ভূমি প্রশাসন অনুষদে ভর্তি হয়েছো তাদের প্রত্যেককে অভিনন্দন। তোমরা যারা এখানে ভর্তি হয়েছো প্রত্যেককে একটা স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছো। আমি আশা রাখি তোমরা তোমাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবে।’ অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকবৃন্দরাও তাদের বক্তব্যে নবীনদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে নবীনদের থেকেও অনুভূতি ব্যক্ত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পঞ্চম ব্যাচ থেকে জান্নাতুল ফেরদৌস।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন