কলাপাড়ায় ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাত ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন


কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া এলাকায় ভূমি অধিগ্রহণের টাকা উত্তোলনের দালালি, চাঁদাবাজি, ভুয়া মামলা ও নথিপত্র জবরদখলের অভিযোগে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
রোববার (২০ জুলাই) বিকেলে লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া আবাসনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন ভুক্তভোগী মনিরা বেগম, তাঁর ছেলে এনামুল হক, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল তালুকদার, আবুল সালাম হাওলাদার, আফজাল হোসেন, মজিবুর হাওলাদার।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে শাহাদাত তালুকদার ও মোস্তাফিজুর রহমান নানা কৌশলে সাধারণ মানুষের অধিগ্রহণকৃত জমির টাকা আত্মসাৎ করে আসছেন। টাকা আদায়ের নামে ভয়ভীতি, ভুয়া মামলা ও জাল কাগজপত্রের মাধ্যমে হয়রানি করছেন এলাকাবাসীকে।
মজিবুর হাওলাদার তার বক্তব্যে বলেন, অধিগ্রহণকৃত জমির মূল্যর ১৫% হারে সাড়ে ১৩ লাখ টাকায় ২ লাখ ৫ হাজার টাকা শাহাদাত তালুকদার ও মোস্তাফিজুর রহমান নানা কৌশলে নেয়।
তারা আরও বলেন, এ বিষয়ে একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে চক্রের মূল হোতা শাহাদাত ও মোস্তাফিজুরকে গ্রেফতারের দাবি জানান।
এ বিষয় অভিযুক্ত শাহাদাত তালুকদার বলেন, তাদের হয়ে মামলা চালিয়েছি, ওই মামলায় চালাতে আমার অনেক টাকা খরচ হয়েছে, সেই টাকা চাইতে গিয়ে তিনি উল্টো আমার বিরুদ্ধে তারা মিথ্যা অভিযোগ করছে।
এইচকেআর
