ঢাকা রবিবার, ২০ জুলাই ২০২৫

Motobad news

কলাপাড়ায় ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাত ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন

 কলাপাড়ায় ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাত ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া এলাকায় ভূমি অধিগ্রহণের টাকা উত্তোলনের দালালি, চাঁদাবাজি, ভুয়া মামলা ও নথিপত্র জবরদখলের অভিযোগে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

রোববার (২০ জুলাই) বিকেলে লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া আবাসনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। 

‍এতে  বক্তব্য রাখেন ভুক্তভোগী মনিরা বেগম, তাঁর ছেলে এনামুল হক, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল তালুকদার, আবুল সালাম হাওলাদার, আফজাল হোসেন, মজিবুর হাওলাদার।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে শাহাদাত তালুকদার ও মোস্তাফিজুর রহমান নানা কৌশলে সাধারণ মানুষের অধিগ্রহণকৃত জমির টাকা আত্মসাৎ করে আসছেন। টাকা আদায়ের নামে ভয়ভীতি, ভুয়া মামলা ও জাল কাগজপত্রের মাধ্যমে হয়রানি করছেন এলাকাবাসীকে। 

মজিবুর হাওলাদার তার বক্তব্যে বলেন, অধিগ্রহণকৃত জমির মূল্যর ১৫% হারে সাড়ে ১৩ ল‍াখ টাকায় ২ লাখ ৫ হাজার টাকা শাহাদাত তালুকদার ও মোস্তাফিজুর রহমান নানা কৌশলে নেয়। 

তারা আরও বলেন, এ বিষয়ে একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে  চক্রের মূল হোতা শাহাদাত ও মোস্তাফিজুরকে গ্রেফত‍ারের দাবি জানান।


এ বিষয় অভিযুক্ত শাহাদাত তালুকদার বলেন, তাদের হয়ে মামলা চালিয়েছি, ওই মামলায় চালাতে আমার অনেক টাকা খরচ হয়েছে, সেই টাকা চাইতে গিয়ে তিনি উল্টো আমার বিরুদ্ধে তারা মিথ্যা অভিযোগ করছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন