ঝালকাঠিতে এক নারীর সঙ্গে এ কেমন নিষ্ঠুরতা!


ঝালকাঠিতে নারিকেল গাছের ডাল নেওয়ার অভিযোগে পদদলিত করে মিনারা বেগম (৫০) নামে এক নারীর জরায়ু বের করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার নুরুল্লাপুর গ্রামে এ ঘটনা ঘটে। মিনারা বেগম ওই গ্রামের বাদল হাওলাদারের স্ত্রী। তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মিনারা বেগমের ছেলে মাসুম হাওলাদার বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ রাতেই তিন জনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন, মো. মিলন (৪৫), তাঁর ছেলে মো. শান্ত (১৮) ও মো. ফিরোজ (৩৫)।
আহত মিনারা বেগমের ছোট ছেলে সাগর হাওলাদার বলেন, শুক্রবার সন্ধ্যায় আমার মা বাড়ির পাশে একটি নারিকেল গাছের শুকনো ডাল আনতে গেলে কথা কাটাকাটির একপর্যাযয়ে প্রতিবেশী সোনিয়া (৪০), মো. ফিরোজ (৪০), মিলন ফরাজী (৪৫), মো. রিয়াজ (৩৫) মো শান্তসহ ( ১৮) আরও কয়েক জন জিআই পাইপ দিয়ে হামলা করেন। হামলার এক পর্যায়ে তাঁরা আমার মাকে পা দিয়ে পদদলিত করে। এতে আমার মায়ের জরায়ু ফেটে যায় এবং রক্তক্ষরণ শুরু হয়। বর্তমানে আমার মা বরিশাল শের-ই-বাংলা মেডিক্যালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
তিনি আরও জানায়, ঝালকাঠি হাসপাতালে নিয়ে আসার সময় আমাদের কাছে চিকিৎসা করানোর মতো কোনো অর্থ ছিল না। পরে ছবির হোসেন নামে এক ঠিকাদার অ্যাম্বুলেন্স ভাড়াসহ নগদ অর্থ দিয়ে বরিশালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেন।
ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুনিয়া আক্তার বললেন, হামলার শিকার ওই নারীর জরায়ু ক্ষতিগ্রস্থ হওয়ায় তাঁকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঝালকাঠি সদর থানায় দায়িত্বরত উপ পরিদর্শক (এসআই) মো. জসিম বলেন, হামলার ঘটনায় মিনারা বেগমের ছেলে মাসুম হাওলাদার থানায় উপস্থিত হয়ে এজাহার দিলে রাতেই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এমইউআর
