ঢাকা সোমবার, ২১ জুলাই ২০২৫

Motobad news

ঝালকাঠিতে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

ঝালকাঠিতে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

শ্রদ্ধা ও ভালোবাসায় ঝালকাঠিবাসী স্মরণ করলো ভাষাশহীদদের। মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে ঝালকাঠি কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে।

রাত ১২ টা ১ মিনিটে ঝালকাঠি কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রসাসক মো. জোহর আলী। এরপর পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্ধ পুস্পস্তবক অর্পণ করেন। পরে ঝালকাঠি প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটিসহ ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সকালে জেলা বিএনপি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভাষাশহীদদের ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দোয়া মোনাজাত করা হয়।

এছাড়া ঝালকাঠিতে স্বস্থ্যবিধি মেনে প্রামাণ্য চিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উৎযাপন করা হবে

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন