ঢাকা সোমবার, ২১ জুলাই ২০২৫

Motobad news

ঝালকাঠিতে গণটিকা কার্যক্রম সফল করতে মতবিনিময় সভা

ঝালকাঠিতে গণটিকা কার্যক্রম সফল করতে মতবিনিময় সভা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আগামী ২৬ ফেব্রুয়ারি ঝালকাঠিতে গণটিকা কার্যক্রম শুরু হবে। শুধু টিকা কেন্দ্রে উপস্থিত হলেই তাকে দেওয়া হবে করোনা প্রতিরোধের টিকা। এ কার্যক্রমকে সফল করতে আজ মঙ্গলবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা।

এতে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও সচিবরা অংশ নেন। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী।

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহারের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, সিভিল সার্জন ডা, শিহাব উদ্দিন ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান।

সভায় বক্তারা জানান, আগামী ২৬ ফেব্রুয়ারি জেলায় গণটিকা কার্যক্রম শুরু হবে। এ দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা কার্যক্রম চলবে। ২৬ ফেব্রুয়ারির আগেই যারা টিকা নেয়নি, তাদের কেন্দ্রে গিয়ে টিকা নেওয়ার অনুরোধ জানান সিভিল সার্জন। 
ঝালকাঠি সদর উপজেলা পরিষদ এ মতবিনিময় সভার আয়োজন করে। অনুরূপ কর্মসূচির আয়োজন করা হয়েছে নলছিটিতে। উপজেলা পরিষদ মিলনায়তনে বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন উপজেল নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও সচিবরা অংশ নেন।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন