ঝালকাঠি জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর, পন্ড সদর উপজেলা বিএনপির সম্মেলন


পুলিশের বাধায় পন্ড হয়ে গেছে ঝালকাঠির সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। এ সময় যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয় ও আসবাবপত্র ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ করেন বিএনপির নেতৃবৃন্দ। রবিবার সকাল ১১টায় শহরের মধ্যচাঁদকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।
জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন অভিযোগ করেন, সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেল সকাল ১১টায় জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সম্মেলনে উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বিলকিস জাহান শিরিন।
পুলিশ গিয়ে দলীয় নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। খবর পেয়ে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেলে মিছিল নিয়ে সম্মেলনস্থল জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করে। তারা কার্যালয়ের ভেতরের আসবাবপত্র ও ছবি ভাঙচুর করে। এতে পন্ড হয়ে যায় সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। পরে কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দ ভাঙচুর হওয়া কার্যালয়ে গেলে পুলিশের সঙ্গে বাকবিতন্ডা হয়।
পুলিশ নেতাকর্মীদের কার্যালয় থেকে বের করে দেয় বলেও অভিযোগ করেন বিএনপির নেতৃবৃন্দ। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বিলকিস জাহান শিরিন বলেন, শনিবার নলছিটি উপজেলা বিএনপির সম্মেলন করতে দেয়নি পুলিশ, আজ (রবিবার) পুলিশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ হামলা চালিয়ে জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করে। পুলিশ ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের না থামিয়ে, আমাদের অফিস থেকে বের করে দিচ্ছে। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান গণতন্ত্রের নমুনা। দমন-পীড়ন করে বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না।
এ ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, বিএনপির সম্মেলন করার জন্য কোন অনুমতি নেই। এর পরেও তারা কার্যালয়ে আসলে পুলিশ তাদের সরিয়ে দেয়। কারা কার্যালয় ভাঙচুর করেছে, তা পুলিশের জানা নেই।
ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির বলেন, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আন্তর্জাতিক মার্তৃভাষা ও জাতীয় শহীদ দিবসের কর্মসূচি নিয়ে ব্যস্ত। বিএনপির অভ্যন্তরিণ কোন্দলের কারণে অফিস ভাঙচুর হতে পারে।
এইচকেআর
